Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বাদশ বিপিএল
খেলা বন্ধ, মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৮:১৪

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সব ধরনের ক্রিকেট বয়কটের ডাক দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। তাতে আজ দুপুরে শুরু হওয়ার কথা থাকা বিপিএলের ম্যাচটি মাঠে গড়ায়নি। এদিকে, খেলা বন্ধ স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সূচি অনুযায়ী আজ দুপুর দেড়টায় চট্টগ্রাম ও নোয়াখালীর মধ্যকার ম্যাচটা মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা ম্যাচ বয়কট করলে টসই হয়নি। ক্রিকেটাররা মাঠেই যাননি।

এতে স্টেডিয়ামের ভেতরে থাকা দর্শক ও স্টেডিয়ামের বাহিরে থাকা দর্শক-জনতার মধ্যে উত্তেজনা দেখা দেয়। একটা সময় ক্রিকেট স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে কিছু মানুষ। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। বিপিএলের বিলবোর্ড, ব্যানার ছিড়া এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পরে সেনাবানিহীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন।

বিজ্ঞাপন

 উল্লেখ্য, গতকাল ক্রিকেটারদের উদ্দেশ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের করা কিছু মন্তব্যকে ঘিরে উত্তেজনার ঝড় বইছে ক্রিকেটাঙ্গনে। বিতর্কিত মন্তব্য করা নাজমুল ইসলামের পদত্যাগের দাবি তোলেন ক্রিকেটাররা। গতকাল রাতে ঘোষণা দেওয়ার পর আজ দুপুরেও সংবাদ সম্মেলন করে নিজেদের অনড় অবস্থানের কথা জানান ক্রিকেটাররা।

এদিকে, জানা গেছে এক জরুরী বৈঠকে নাজমুল ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। উল্লেখ্য, বিসিবির অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার নাজমুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর