Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটারদের বয়কটে হলো না দ্বিতীয় ম্যাচও, বিপিএল নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৮:১৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৯:০৫

ক্রিকেটারদের বয়কটের ডাকে ভেস্তে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচটি। একইভাবে সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দিনের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াচ্ছে না।

সূচি অনুযায়ী দিনের দ্বিতীয় ম্যাচের টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাড়ে ৫টায়। তার ঘণ্টা দেড়েক আগে ক্রিকেটারদের মাঠে উপস্থিত থাকার কথা। কিন্তু ক্রিকেটারদের মাঠেই দেখা যায়নি। পরে মাঠের স্ট্যাম্প তুলতে দেখা যায় মাঠকর্মীদের। খানিক বাদে ধারাভাষ্যকাররা স্টেডিয়াম ছেড়ে গেছেন।

বিপিএলের আজকের দ্বিতীয় ম্যাচটাও যে মাঠে গড়াচ্ছে না তাতে নিশ্চিত হয়ে যায়। দিনের দুই ম্যাচই মাঠে না গড়ানোর কারণে পুরো বিপিএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে বিপিএল।

বিজ্ঞাপন

গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। রাতে তার পদত্যাগের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। বলা হয় নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কট করবে ক্রিকেটাররা।

পরে আজ দুপুরে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান ক্রিকেটাররা। তার খানিক বাদে নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। গতকাল রাতেই তাকে শোকজ করেছে বিসিবি।

তবে ক্রিকেটাররা এক দাবিতে অনড়- পদত্যাগ না করলে ক্রিকেটে ফিরবেন না। ফলে আজ বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচটাও ভেস্তে গেল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর