দ্বাদশ বিপিএলের ফাইনালে আগে ব্যাটিং করবে রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ফাইনালের আরেক দল চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মাহেদি।
ফাইনালেও রাজশাহীর একাদশে নেই রিপন মণ্ডল। পুরো টুর্নামেন্ট জুরে নজড়কাড়া বোলিং করা পেসার ছিলেন না দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে। আজও তাকে ছাড়া একাদশ গড়েছে রাজশাহী।
ফাইনালের আগে তিনবার মুখোমুখি হয়েছিল রাজশাহী ও চট্টগ্রাম। তাতে চট্টগ্রাম জিতেছে দুবার, রাজশাহী একবার।
চট্টগ্রাম রয়্যালস একাদশ: মির্জা তাহির বেগ, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, হাসান নাওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), আমির জামাল, তানভীর ইসলাম, জাহিদুজ্জামান (উইকেটরক্ষক), মুকিদুল ইসলাম, শরীফুল ইসলাম।
রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেইন উইলিয়ামসন, নাজমুল হোসে (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহরব হাসান, জিমি নিশাম, আব্দুল গাফফার, তানজিম হাসান, হাসান মুরাদ, বিনুরা ফার্নান্দো