দ্বাদশ বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আগে ব্যাটিং করছে রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়েছে আগে ব্যাটিং করতে নামা রাজশাহী।
১০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ বিনা উইকেটে ৮২ রান। এই ৮২ রানের ৫২ রানই করেছেন তানজিদ তামিম। ৩১ বলে ২টি চার ৬টি ছক্কায় এই রান করে এখনো অপরাজিত রাজশাহীর ওপেনার।
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। মিরপুরের স্লো পিচে রান বেশি উঠছে না। ফলে আগে বোলিং করতে চাওয়াটা স্বাভাবিকই। তবে তানজিদ তামিম চট্টগ্রামের পরিকল্পনা ভেস্তে দিয়েছেন।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। পাকিস্তানি অপর ওপেনার শাহিবজাদা ফারহান অবশ্য সুবিধা করতে পারেননি। কিন্তু অন্যপ্রান্তে ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ।
শাহিবজাদা ফারহান ২৯ বলে ৩০ রানে অপরাজিত। আর তামিম অপরাজিত ৫২ রানে।
ফাইনালের আগে তিনবার মুখোমুখি হয়েছিল রাজশাহী ও চট্টগ্রাম। তাতে চট্টগ্রাম জিতেছে দুবার, রাজশাহী একবার।
চট্টগ্রাম রয়্যালস একাদশ: মির্জা তাহির বেগ, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, হাসান নাওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), আমির জামাল, তানভীর ইসলাম, জাহিদুজ্জামান (উইকেটরক্ষক), মুকিদুল ইসলাম, শরীফুল ইসলাম।
রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেইন উইলিয়ামসন, নাজমুল হোসে (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহরব হাসান, জিমি নিশাম, আব্দুল গাফফার, তানজিম হাসান, হাসান মুরাদ, বিনুরা ফার্নান্দো