Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বাদশ বিপিএল
ফাইনালে তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২১:১৮

দ্বাদশ বিপিএলে আলাদা করে আলো ছড়ালেন তানজিদ হাসান তামিম। ফাইনালে দারুণ এক সেঞ্চুরি করেছেন রাজশাহীর ওয়ারিয়র্সের তরুণ বাংলাদেশি ওপেনার।

তামিমের সেঞ্চুরিতে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে বড় স্কোরের পথে রাজশাহী। ইনিংসের শুরু থেকেই দাপুটে ব্যাটিং করা তানজিদ তামিম সেঞ্চুরি পূর্ণ করেছেন ৬১ বলে। চলতি বিপিএলে এটি চতুর্থ সেঞ্চুরি।

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। মিরপুরের স্লো পিচে রান বেশি উঠছে না। ফলে আগে বোলিং করতে চাওয়াটা স্বাভাবিকই। তবে তানজিদ তামিম চট্টগ্রামের পরিকল্পনা ভেস্তে দিয়েছেন।

বিজ্ঞাপন

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। পাকিস্তানি অপর ওপেনার শাহিবজাদা ফারহান অবশ্য সুবিধা করতে পারেননি। কিন্তু অন্যপ্রান্তে ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ। ৩২ বলে ফিফটি পূর্ণ করা তানজিদ সেঞ্চুরি ছুয়েছেন ৬২ বলে। আউট হওয়ার আগে ৬২ বলে ১০০ রান করতে তামিম চার হাঁকিয়েছেন ৬টি, আর ছক্কা ৭টি।

টি-টোয়েন্টিতে তানজিদ তামিমের এটা তৃতীয় সেঞ্চুরি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর