এখনই অবসরের ঘোষণা দিচ্ছেন না মাশরাফি
৪ ডিসেম্বর ২০১৮ ১৪:১৬
স্টাফ করেসপন্ডেন্ট ।।
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার (৪ ডিসেম্বর) মিরপুরে এ কথা জানান তিনি। এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
মাশরাফি জানান, ২০১৯ বিশ্বকাপ শেষে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে তখনই সিদ্ধান্ত জানাবেন তিনি। তবে আপাতত এটাই জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজই দেশের মাটিতে তার ক্যারিয়ারের শেষ সিরিজ বলে ধরে নিতে হবে।
মিরপুরে তিনি জানান, ‘প্রথমত আমি বলেছি, আমার মাইন্ড সেটআপ বিশ্বকাপ পর্যন্ত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মনে হচ্ছিল আমি চ্যাম্পিয়ন্স ট্রফির পর পারবো কিনা জানি না। তারপরও আমার ফিটনেস, পারফরম্যান্স ২০১৯ পর্যন্ত চলছিল বলে আমি মোটামুটি এগিয়েছি। সেটাই বলছি আমার বিশ্বকাপ পর্যন্ত মাইন্ড সেটআপ আছে। তারপর রিভিউ করার সুযোগ আছে, আমি যদি সেই অবস্থায় না থাকি তাহলে অবশ্যই আমাকে কুইট করতে হবে। তার আগেও যে কোনো কিছু হতে পারে। ২০১১ বিশ্বকাপের পর আপনাদের এখানেই ৫০% বিশ্বাস করেছিল যে আমার ক্যারিয়ার শেষ। আল্লাহর রহমতে আরও সাত বছর ক্যারি করতে পেরেছি। ওইখানে আমার ফ্যামিলির সবাই ভেবেছিল আমি পারবো কিনা।’
আপাতত মাশরাফির মন থাকছে খেলাতেই, সেটাও পরিষ্কার করলেন, ‘আমার পুরোপুরি অনুশীলনে মন আছে। অবশ্যই ১৪ তারিখের পর আমি সিরিজে কনসানট্রেশন করবো। অন্যকিছু যা করার ১৪ তারিখের পর… এর আগে পুরোপুরি মনোযোগ খেলার মাঠেই রাখবো।’
এই সিরিজটা আপাতত ঘরের মাঠে শেষও হতে পারে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা অবশ্য দেননি মাশরাফি। এই সিরিজ নিয়ে আলাদা করে কিছু ভাবছেনও না, ‘আমার কাছে জাতীয় নির্বাচনে আসার আগে সিরিজগুলো যেমন ছিল, এই সিরিজটাও সেরকম। আমার শেষ আর শুরুতে কিছু আসবে না। তবে অবশ্যই সিরিজটা জিততে চাই। আমার চোখে আট-দশটা সিরিজ যেভাবে খেলছি এটাতেও তাই খেলব।’
মাশরাফি বলছেন, আপাতত খেলাতেই মনযোগ দিতে পারবেন বলে আশাবাদী, ‘আমি এখনো পুরোপুরি খেলায় আছি। আমার একটা শক্তি আছে, যখন যে কাজটা করি সেটা মন দিয়ে করতে পারি। এটাই আমার শক্তি। আমি এখন খেলা নিয়ে ভাবছি। খেলা শেষ করে যখন যাব তখন পুরোপুরি অন্যকিছুতে মন দেব।’
সারাবাংলা/এএম/এসএন/এমআরপি