Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ব্যাট-বলে সমান তালে লড়বে যারা (বেন স্টোকস)


২৫ মে ২০১৯ ১৩:২৮

৩০ মে থেকে ইংল্যান্ডে বসছে ক্রিকেটের সব থেকে বড় আসর। ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডেই। আর স্বাগতিক দেশ হওয়ায় বিশ্বকাপ জয়ের দৌড়ে বেশ জোরেসোরেই উচ্চারিত হচ্ছে ইংলিশদের নাম। ইংলিশদের দলটি অবশ্য সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ব্যাটিং-বোলিং দুই দিকেই পারদর্শীতা দেখাচ্ছে এই দলটি। অলরাউন্ড পারফম্যান্স করেই ফেভারিট তকমা পেয়েছে তারা। দলে আছে বিশ্বের সেরা টপ পারফরমাররা।

বিজ্ঞাপন

স্যার ইয়ান বোথাম, কিংবা পল কলিংউড বা অ্যান্ড্রু ফ্লিনটফের মতো অলরাউন্ডার ক্রিকেট বিশ্বকে নিজেদের পারফর্ম দেখিয়ে মুগ্ধ করে রেখেছিল বছরের পর বছর। আর এবার ইংলিশদের দলে সেসব গ্রেট অলরাউন্ডারদের উত্তরসূরি হিসেবে জায়গা করে নিয়েছেন বেন স্টোকস।

জন্মগতভাবে বেন স্টোকস অবশ্য ইংলিশ নন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্মগ্রহণ করেন ১৯৯১ সালে। তবে জন্মভূমি ছেড়ে ইংল্যান্ডকেই বেছে নেন নিজের ক্যারিয়ার গড়ার জন্য। ২০ বছর বয়সে ইংলিশদের হয়ে ওডিআইতে অভিষেক ঘটে এই অলরাউন্ডারের। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ব্যাটিং অলরাউন্ডারের ক্রিকেটে যাত্রা শুরু। সে বছর অভিষেক ঘটে টি-টোয়েন্টিতেও। তবে টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয় আরও দুই বছর। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেন স্টোকস।

ইংলিশদের হয়ে ৮৪টি ওডিআই ম্যাচে স্টোকস করেছেন ২২১৭ রান। লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন ৭১টি ম্যাচ ব্যাটিং করার। ৩৭.৫৭ গড়ে স্টোকসের সর্বোচ্চ রান ১০২। আর প্রায় ৯৪ স্ট্রাইক রেটে পেছেন ফেলেন অনেক টপ অর্ডার ব্যাটসম্যানকেও।

ব্যাটসম্যান স্টোকসের মতো ভয়ংকর বোলার বেন স্টোকসও। ৮৪ ওয়ানডে ম্যাচে তার শিকার ৬৩ উইকেট। সেরা বোলিং ফিগার ৬১ রানে ৫ উইকেট।

নিজেদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে স্টোকস রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ মে উদ্বোধনী ম্যাচ দিয়ে ইংলিশদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শুরু হচ্ছে। আর বিশ্বকাপের আগে ইংলিশরাও আছে দারুণ ফর্মে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হবে নাকি স্বপ্ন হয়েই রয়ে যাবে তা জানতে চোখ রাখতে হবে ইংল্যান্ড বিশ্বকাপে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস/এমআরপি

** বিশ্বকাপে ব্যাট-বলে সমান তালে লড়বে যারা (শোয়েব মালিক)
** বিশ্বকাপে ব্যাট-বলে সমান তালে লড়বে যারা (হারদিক পান্ডিয়া)
** বিশ্বকাপে ব্যাট-বলে সমান তালে লড়বে যারা (থিসারা পেরেরা)
** বিশ্বকাপে ব্যাট-বলে সমান তালে লড়বে যারা (সাকিব)

অলরাউন্ডার ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল বেন স্টোকস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর