Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে ঘরের মাটিতে টাইগারদের ত্রিদেশীয় সিরিজ


২৭ জুন ২০১৯ ১৬:৩৭

আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সিরিজের সময়সূচি প্রকাশ না করলেও আফগানিস্তান ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের আংশিক সূচি প্রকাশ করেছে। সিরিজটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটের।

আফগান বোর্ড জানায়, ১৪ থেকে ২৩ সেপ্টেম্বর এই সিরিজের সূচিতে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে। মোট চারটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। এরপর সেরা দুই দল খেলবে ফাইনালে। ম্যাচগুলোর ভেন্যু এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

আফগান বোর্ডের দেওয়া সূচিতে দেখা যায়, সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-জিম্বাবুয়ে। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানরা। ১৮ সেপ্টেম্বর দুই দল আবারো মুখোমুখি হবে। ১৪ সেপ্টেম্বরের পর ২০ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বার লড়বে আফগানরা।

২৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমআরপি

টাইগার ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর