অবসর ঘোষণা করলেন লঙ্কান পেসার
২৪ জুলাই ২০১৯ ১৩:৫৭
শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা অবসর ঘোষণা করেছেন। ৩৭ বছর বয়সী এই মিডিয়াম পেসার বুধবার (২৪ জুলাই) সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বলে জানায় লঙ্কান স্থানীয় সংবাদ মাধ্যম।
২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক ঘটে কুলাসেকারের। এরপর ১৮৪টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন তিনি। আর বল হাতে নিয়েছেন ১৯৯টি উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কুলাসেকারার অভিষেক ঘটে ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে কুলাসেকারা খেলেছেন ২১টি টেস্ট, নিয়েছেন ৪৮টি উইকেট।
তবে নিজেকে টেস্ট কিংবা ওয়ানডের থেকে টি-টোয়েন্টিতে বেশি কার্যকরী বোলার হিসেবে গড়ে তুলেছিলেন এই পেসার। ২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ঘটে টি-টোয়েন্টিতে। ২০১৭ সালে লঙ্কানদের জার্সি গায়ে চড়িয়ে মোট ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাবেক এই বিশ্বসেরা পেসার। আর নয় বছরের ক্রিকেটের সব থেকে ছোট সংস্করণে নিয়েছেন ৬৬টি উইকেট।
বল হাতে লড়াইয়ের পাশাপাশি, ব্যাট হাতেও বেশ নজরকাড়া পারফরম্যান্স করেছেন কুলাসেকারা। লঙ্কানদের হয়ে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও।
আরও পড়ুন: এবার হেনস্থার শিকার ওয়াসিম আকরাম
সারাবাংলা/এসএস