Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির চোখে মেসি নন সেরা রোনালদো


২ আগস্ট ২০১৯ ১৪:২৪

ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি কে সেরা ফুটবলার? প্রায় এক যুগ ধরেই চলে আসছে এই বিতর্ক। তবে ফুটবল বিশ্ব এখনো পারেনি এককভাবে কাউকে সেরা ঘোষণা করতে। এ বিষয়ে প্রত্যেকের ভিন্ন ভিন্ন মতাদর্শ বিদ্যমান। ফুটবল বিশ্বকাপকে বলা হয়ে থাকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’, আর এই ফুটবলের জনপ্রিয়তার পরই সব থেকে জনপ্রিয় হচ্ছে ক্রিকেট। বর্তমানে ক্রিকেটের সেরা ব্যাটসম্যান নিঃসন্দেহে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

বিজ্ঞাপন

ক্রিকেটের সব থেকে বড় তারকা হওয়া সত্ত্বেও ফুটবলের মস্ত বড় ভক্ত তিনি। তবে এই বিষয়টি নতুন নয়, বেশ আগে থেকেই জানিয়ে আসছেন কোহলি এই বিষয়টি। তবে এবার ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তা প্রকাশ করলেন খোলাখুলি ভাবেই। কোহলি জানিয়েছেন তিনি ফুটবলের অনেক বড় ভক্ত। আর ফুটবলারদের মধ্যে তার অনুপ্রেরণা ক্রিস্টিয়ানো রোনালদো।

ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘আমি ছয় কিংবা সাত বছর বয়স থেকেই ফুটবল খেলি। আর সে সময় আমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করত ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো নাজারিও। তবে আধুনিক সময়ে আমার সব থেকে বড় অনুপ্রেরণা ক্রিস্টিয়ানো রোনালদো।’

যেকোনো বড় তারকাকে সাক্ষাৎকারের সময় একটি সাধারণ প্রশ্নের সম্মুখীন হতেই হয়। আর তা হচ্ছে ‘বর্তমান সময়ের সেরা ফুটবলার কে? মেসি নাকি রোনালদো?’ কোহলিও এর বাইরে গেলেন না। ফিফার সাক্ষাৎকার গ্রহণকারী প্রশ্নটি করেই ফেললেন, ‘বর্তমান সময়ে সেরা ফুটবলার কে? মেসি নাকি রোনালদো? আর এই দুইজনের মধ্যে কার ক্যারিয়ার সেরা বলে মনে করেন?’

কোহলি বরাবরই ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত। উত্তরটা কি হবে তা অবশ্য অনুমেয়ই ছিল সাক্ষাৎকার গ্রাহকের। কোহলি বললেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার অন্য যে কারও থেকে অনেক বেশি ভাল। মেসির ক্যারিয়ারও অনবদ্য, তবে আমার কাছে মনে হয় রোনালদোর ক্যারিয়ার অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আর তার ক্যারিয়ারে যতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সে সবগুলোতেই জয়ী হয়েছে।’

রোনালদোর বয়স ৩৪ বছর আর মেসির ৩২, ক্যারিয়ারের শেষ ধাপেই আছে এই দুই কিংবদন্তি। তাদের রেখে যাওয়া শূণ্যস্থান পূর্ণ করতে আছেন তরুণ ফুটবলাররা। কিলিয়ান এমবাপে, এডেন হ্যাজার্ড, অ্যান্তোনিও গ্রিজম্যান, নেইমার জুনিয়র কিংবা হ্যারি কেইন অপেক্ষায় মেসি-রোনালদোর শূণ্য স্থান পূরণের। কোহলির কাছে প্রশ্ন কে হবেন মেসি-রোনালদোর যোগ্য উত্তরসূরী। ভারতীয় অধিনায়কের সোজা সাপ্টা জবাব, ‘কিলিয়ান এমবাপেই হবেন মেসি-রোনালদো পরবর্তী যুগের সব থেকে বড় তারকা। সেই এই দুইজনের জায়গা দখল করবেন। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে তার সেই দৌড় কখনোই ভুলতে পারবো না।’

বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে আমেরিকায় অবস্থান করছে, যেখানে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। শনিবার (৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে এই সিরিজ।

আরও পড়ুন: অ্যাসেজে ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন স্মিথের!

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিরাট কোহলি মেসি-রোনালদো লিওনেল মেসি সেরা ফুটবলার সেরা ব্যাটসম্যান

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর