Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারকে নিতে বার্সার চেষ্টায় সন্দিহান মেসি


১২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৮

বার্সেলোনার জার্সিতে চার মৌসুম কাটানোর পর ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক’দিন আগে তাকে বার্সেলোনায় আরেকবার সঙ্গী হিসেবে পাওয়ার আগ্রহ জানিয়েছিলেন দলের বেশিরভাগ খেলোয়াড়রা। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, দলের অধিনায়ক লিওনেল মেসি নিজেও নাকি চেয়েছেন নেইমার বার্সায় আসুক।

এই মৌসুমের শুরুতে গুঞ্জন উঠেছিল পিএসজি ছেড়ে স্পেনে ফিরবেন নেইমার। কাতালানদের জার্সিতে ফেরার আগ্রহ জানিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। দলবদলের মৌসুমে নেইমারকে দলে নিতে আগ্রহ ছিল রিয়াল মাদ্রিদেরও।

বিজ্ঞাপন

নেইমারকে ফেরাতে দলের ম্যানেজমেন্ট যে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, সে ব্যাপারে ঠিক নিশ্চিত নন বার্সার দলপতি মেসি। নেইমারকের ফেরাতে বার্সা যে প্রস্তাবগুলো দিয়েছিল সেগুলো মেনে নেয়নি পিএসজি। তবে, বার্সার চেষ্টার আরও জায়গা ছিল বলে মনে করেন মেসি।

আর্জেন্টাইন তারকা জানান, ‘নেইমার ফিরলে আরও ভালো হতো। সত্যি বলতে আমি ঠিক জানি না তাকে ফেরাতে বার্সা সম্ভাব্য সব রকম চেষ্টাই করেছে কি না। আবার এটাও সত্য, পিএসজির সঙ্গে চুক্তিও সহজ না।’

মেসি আরও যোগ করেন, ‘আমি নেইমারকে কেনার কথা বলিনি। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। কিন্তু সে অন্যতম সেরা এক ফুটবলার। তাকে কিনলে ইমেজ স্বত্ব ও স্পন্সরের দিক থেকেও ক্লাব লাভবান হতো। নেইমার না আসায় আমাদের শক্তি কমেনি, দুর্দান্ত একটি স্কোয়াড আছে আমাদের। এই স্কোয়াড দিয়েই আমরা লড়াই করতে প্রস্তুত।’

২০১৩ সালে ক্লাব সান্তোস ছেড়ে বার্সায় যোগ দেন নেইমার। কাতালানদের জার্সিতে দুটি লা লিগা আর একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন ব্রাজিলিয়ান এই সেনসেশন।

বিজ্ঞাপন

নেইমার পিএসজি বার্সা মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর