Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করবেন না বার্তেমেউ


২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:১৯

গত মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনক ভাবে ৮-২ গোলের ব্যবধানে হারের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোটা বার্সেলোনা ক্লাবটিই। ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়া আর ক্লাবের এমন দৈন্য দশার পর প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউর বোর্ডের প্রতি অনাস্থা ভোটের আয়োজন করে এক দল বোর্ড সদস্য। যেখানে প্রায় ২০ হাজারেরও বেশি স্বাক্ষর জমা পড়ে। তবে এত কিছুর পরও নিজে থেকে কোনোভাবেই পদত্যাগ করবেন না বার্তেমেউ জানালেন নিজেই।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) জুয়ান গাম্পার ট্রফি জয়ের পর কাতালান টেলিভিশন টিভি-৩’কে এক সাক্ষাৎকারে বার্তেমেউ জানান তিনি পদত্যাগ করবেন না। বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বোর্ডের কেউই পদত্যাগ করার কথা ভাবছে না।’

গেল বৃহস্পতিবার ক্লাবের কিছু সংখ্যক সদস্য বোর্ডের ক্ষমতায় পরিবর্তন চেয়ে ২০ হাজার ৬শ ৮৭টি সদস্যের স্বাক্ষর জমা দিয়ে বোর্ডের অপসরণ চাইছে তারা। বার্সেলোনার সংবিধান অনুযায়ী ক্লাবের সদস্যদের ১৫ শতাংশ অর্থাৎ ১৬ হাজার ৫শ ২০টি স্বাক্ষর জড়ো করতে পারলেই ভোটের জন্য বাধ্য করতে পারেন। কাতালান স্থানীয় গণমাধ্যম ধারণা করেছিল এই ক্যাম্পেইনের ফলে ক্লাবের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে পারেন বার্তেমেউ।

তবে এত বিপুল সংখ্যক স্বাক্ষরের পরেও বার্তেমেউ জানিয়েছেন, ‘আমাদের বোর্ড এভাবেই কাজ করে যাবে। আমাদের লক্ষ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল তৈরি করা।’

অনাস্থা ভোটের জন্য এখনও কোনো দিন নির্বাচন করা হয়নি তবে নিয়ম বলছে স্বাক্ষর গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই এই ভোট আয়োজন করতে হবে। বার্তেমেউ এবং তার বোর্ডের ভাগ্য যদিও আগামি মার্চে নির্বাচনে নির্ধারণ হবে। তবুও গেল মাসে বায়ার্নের বিপক্ষে ৮-২ গোলের ব্যবধানে হারের পর এবং ক্লাব অধিনায়ক লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়ার ঘটনার পর বোর্ডের ওপর আস্থা হারিয়ে ফেলে ক্লাবের অনেক সদস্য। আর এ কারণেই এই গণস্বাক্ষর আয়োজন।

শনিবার বার্তেমেউ জানান, তিনি মেসিকে সঙ্গে নিয়েই কাজ চালিয়ে যেতে চান। ‘আমি মেসির সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বে জড়াতে চাই না। এটা এমন কিছু কথা যা গোপনে বলতে হয়। আমাদের এটা নিশ্চিত করতেই হবে যেন মেসি বার্সেলোনায় থাকে। সে আমাদের অধিনায়ক আমাদের দলের নেতা। আপনারা সবাই দেখেছেন সে মাঠে কেমন খেলেছে এবং নিশ্চয়ই বুঝতে পারছেন সবকিছু ঠিক হয়ে গেছে আগের মতোই।’

বিজ্ঞাপন

২০২০/২১ মৌসুমে লা লিগা শুরু হলেও চ্যাম্পিয়নস লিগ খেলার কারণে দুই সপ্তাহ পর নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) ভিয়ারিয়ালের বিপক্ষে ক্যাম্প ন্যু’তে লা লিগায় যাত্রা শুরু করবে বার্সেলোনা।

অনাস্থা ভোট জোসেপ মারিয়া বার্তেমেউ পদত্যাগ করবেন না বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর