Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসুন্ধরার জয়ে ফেডারেশন কাপ শুরু


২২ ডিসেম্বর ২০২০ ২২:৪১

শুরু থেকে শেষ অবদি দাপট ধরে রাখল ব্রাজিলিয়ান, আর্জেন্টাইনদের নিয়ে গড়া বসুন্ধরা কিংসের আক্রমণভাগ। চাপে ভুল করে বসল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিও। আত্মঘাতি গোলও হজম করল দলটি। সব মিলিয়ে ফেডারেশন কাপের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বুসন্ধরা কিংস।

করোনাভাইরাসের কারণে মার্চে স্থগিত হয়ে যায় ২০১৯-২০ মৌসুমের লিগ। পরে মৌসুম বাতিলই হয়ে যায়। করোনার প্রকোপ কমলে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে ফিরলেও ঘরোয়া ক্রিকেট শুরু হলো এই ম্যাচ দিয়ে। ম্যাচের আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম জীবাণুমুক্ত করা হয়। গ্যালারিতে দর্শক ছিল, তবে সীমিত সংখ্যাক।

বিজ্ঞাপন

ম্যাচে পরিস্কার ফেভারিট ছিল বসুন্ধরা কিংস। মাঠে দাপটও দেখিয়েছে। গোলের ব্যবধান ৩-০ না হয়ে ৬-০ হলেও হতে পারত! ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পেতে পারত বসুন্ধরা। অস্কারের দুর্বল শটের কারণে সেটা হয়নি। ১১ মিনিটে অস্কারকে আরেকবার হতাশ করেন রহমতগঞ্জের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। বসুন্ধরা গোল পায় ৪৩ মিনিটে। ব্রাজিলিয়ান তারকা জোনাথন ডি সিলভাইরা ফের্নান্দেসের ফ্রি কিকে দারুণ এক হেড করে গোল আদায় করে নেন সেই অস্কারই।

৫৩ মিনিটে প্রতিপক্ষের হাস্যকর ভুলে দ্বিতীয় গোল পায় বসুন্ধরা কিংস। পাস বাড়াতে গিয়ে রবিনিয়োর পায়ে বল তুলে দেন রহমতগঞ্জের ডিফেন্ডার মাহমুদুল হাসান কিরণ। পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন রবিনিয়ো। ৬৪ মিনিটে ব্যবধান ৩-০ হয়েছে বসুন্ধরা কিংসের।

বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দিয়েছে রহমতগঞ্জের মিশরিও ডিফেন্ডার আলাদিন নাসের। ৭১ মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বসুন্ধরার মাহবুবুল রহমান সুফিল। বদলি হিসেবে নামা সুফিল বাঁ দিক দিয়ে ঢুকে শট নিয়েছিলেন। কিন্তু পোষ্ট ঘেঁষে বেরিয়ে যায় বল। যাতে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা।

বিজ্ঞাপন

ফেডারেশন কাপ বুসন্ধরা কিংস রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর