ভেন্যু কমছে জাতীয় লিগে
৩১ মার্চ ২০২১ ১৮:০৮
দেশজুড়ে হঠাৎ করেই করোনাভাইরাসের সংক্রন বেড়ে যাওয়ায় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ভেন্যু কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত লিগের খেলা চার ভেন্যুতে গড়ালেও মহামারিকালে সতর্কতার অংশ হিসেবে তৃতীয় রাউন্ড্ থেকে তা কমিয়ে দুই ভেন্যুতে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভেন্যু দুটো হল; বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার।
ভেন্যু দুটোকে বিসিবি বেছে নিয়েছে এর কারণ হল, এখানে দুটি করে মাঠ আছে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেমন তেমনি বিকেএসপিতেও। তাছাড়া এখানে খেলা হলে করোনাকালে প্লেয়ারদের যত্রতত্র ভ্রমন করতে হবে না। ভেন্যুর আবাসনে থেকেই ম্যাচে অংশ নিতে পারবে। মূল ব্যাপার কথা হল, এই দুই ভেন্যুকে বাইরের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা সম্ভব যা মহামারি রোধে দারুণ কার্যকর।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে অনুষ্ঠিত হবে টায়ার ১ এর খেলা। আর বিকেএসপিতে টায়ার ২ এর ম্যাচ।
বুধবার (৩১ মার্চ) সারাবাংলাকে এখরবর নিশ্চিত করেছেন বিসিবি’র টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম।
তিনি জানিয়েছেন, ‘করোনার মধ্যে দলগুলোকে যেন ঘোরাঘুরি করতে না হয় সেজন্য আমরা যেখানে দুইটি করে মাঠ আছে সেখানে টায়ার-১ ও টায়ার-২ নিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি এখানেই টুর্নামেন্ট শেষ করতে। বিকেএসপির দুই মাঠে হবে টায়ার-১ এর ম্যাচ। আর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে টায়ার-২ এর খেলা।’
করোনার এক বছরের বিরতির পরে ২২ মার্চ থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের খেলা। প্রথম রাউন্ড শেষ হয়েছে ২৫ মার্চ। দ্বিতীয় রাউন্ডের খেলা ২৯ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১ এপ্রিল অবধি। ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে বিকেএসপি, রাজশাহী, রংপুর ও কক্সবাজারে।