Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত শচীন


২ এপ্রিল ২০২১ ১৪:৩৫

গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সপ্তাহ না ঘুরতেই হাসপাতালে ভর্তি হয়েছেন শচীন। হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি।

শুক্রবার (২ এপ্রিল) নিজের ভেরিফাইড টুইটার পেজে শচীন টুইট করেন, ‘আপনাদের শুভ কামনা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হলাম। আশা করছি কিছু দিনের মধ্যে বাসায় ফিরে যাবো। সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের বিশ্বকাপ জয়ের দশম বর্ষপূর্তিতে সব ভারতীয় ও আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই।’

বিজ্ঞাপন

রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের পর সিরিজটিতে খেলা কয়েকজন ক্রিকেটারের করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। তার মধ্যে শচীন একজন। তার আগে ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও সব্রমানিয়ামে বদ্রিনাথের করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া যায়।

করোনাভাইরাস রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শচীন টেন্ডুলকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর