Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করবেন সাইফ উদ্দিন


৩০ মে ২০২১ ১৯:০৭

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের গেল মৌসুমে সাত-আট নাম্বারে ব্যাট করেও নিজ দল আবাহনীর জন্য বেশ ভালোই অবদান রেখেছিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। মূলত সেই পারফরম্যান্সই তাকে তাতিয়ে দিয়েছে। প্রেরণা যোগাচ্ছে এবারের মৌসুমেও দলের জন্য আরও ভাল কিছু করার। তবে এবার আর সাতে বা আটে নয়, আরো ওপরে ব্যাটিংয়ের জন্য মুখিয়ে আছেন এই অলরাউন্ডার। এবং সেজন্য টিম ম্যানেজমেন্টকে তিনি অনুরোধও করবেন।

২০১৮-১৯ ঢাকা প্রিমিয়ার লিগের মৌসুমে আবাহনীর জার্সি গায়ে লেট অর্ডারে ব্যাটিংয়ে নেমে ১৩ ম্যাচের ১০ ইনিংসে ২৪৩ রান সংগ্রহ করেছিলেন সাইফ উদ্দিন। ৩৪.৭১ গড়ে সংগৃহীত এই রানের পথে ম্যাচ তার প্রতি স্ট্রাইক রেট ছিল ৮৪.৩৭। দুটি ফিফটিও আছে নামের পাশে। এমন পারফরম্যান্সের পর তার মনে হচ্ছে ব্যাটিংয়ে আরেকটু ওপরে নামতে পারলে আরও ভাল করবেন। তাতে দিন শেষে উপকৃত হবে তার দল। সেকারণেই টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করবেন যেন তাকে চার বা পাঁচে নামান হয়। কিন্তু কেন যেন তার মনে হচ্ছে সেই সুযোগ আসবে না।

বিজ্ঞাপন

রোববার (৩০ মে) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে তিনি একথা জানান।

সাইফ উদ্দিন বলেন, ‘সুযোগ আসবে না, এটাই বাস্তবতা। শুধু শুধু বলে তো লাভ নেই! ঘুরে-ঘারে সাতেই ব্যাট করতে হবে। অবশ্যই টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না। তারপরও এক-দুইটা ম্যাচে সুযোগ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করবো। যদি দল সুযোগ দেয়, যেহেতু গতবার আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছি। যদি উনারা মনে করে তাহলে অবশ্যই। আমি ওপরে খেলতে আগ্রহী।’

শ্রীলংকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে মাথায় চোট পেয়েছিলেন সাইফ উদ্দিন। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার নামা হয়নি। বদলি হিসেবে খেলছেন তাসকিন আহমেদ। ৫ দিন চিকিৎসার পর এখন তিনি সুস্থ। তাই আবাহনীর জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন।

বিজ্ঞাপন

‘অনেক ভালো আছি। আমার মনে হচ্ছিল শেষ ওয়ানডে খেলতে পারতাম। ফিজিও ঝুঁকি নেননি তাই খেলতে পারিনি।

রাত পোহালেই মাঠে গড়াচ্ছে ২০১৯-২০ মৌসুমের স্থগিতকৃত ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। যেখানে উদ্বোধনী দিনের ম্যাচে পারটেক্স গ্রুপের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

আবাহনী লিমিটেড ঢাকা প্রিমিয়ার লিগ মোহাম্মদ সাইফ উদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর