Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নিউজিল্যান্ডের


২৩ জুন ২০২১ ২৩:৪৪

গত কয়েক দিনে সাউদাম্পটনের আকাশ হেসেছে কম, কেঁদেছে বেশি। যেটা বড্ড বিরক্ত করেছে ক্রিকেট সমর্থকদের। বৃষ্টির কারণে সাউদাম্পটনের রোজ বোলে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন ও তৃতীয় দিন গেছে বৃষ্টির পেটে। বৃষ্টির উপদ্রব ছিল বাকি দিনগুলোতেও। ম্যাচ শেষ হবে কিনা তা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। তবে শঙ্কাকে পাশ কাটিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার হাসি হাসল নিউজিল্যান্ড।

বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিয়েছেন কিউইরা। ২০০০ সালে নকআউট বিশ্বকাপ (এখন যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছিল নিউজিল্যান্ড। সেটাই ছিল কিউইদের সর্বশেষ আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে শিরোপা জয়। দীর্ঘ হাহাকার কমল আজ।

বৃষ্টির মৌসুমে ফাইনাল ম্যাচটা কেনো বৃষ্টিপ্রবন সাউদাম্পটনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলো সেই প্রশ্ন উড়ছে কদিন ধরে। অবশ্য আগেই একদিন রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুই দিন বৃষ্টির পেটে যাওয়ার পরও ম্যাচের ফল বের হওয়া সম্ভব হলো তাতেই।

আজ নিউজিল্যান্ডের পেস আগুনের সামনে ভারতের দ্বিতীয় ইনিংস থেমে যায় ১৭০ রানে। যাতে ১৩৮ রানের টার্গেট দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে। ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, টিম সাউদির পেস আগুনের সামনে বড় ইনিংস খেলতে পারেননি ভারতের কেউই। সর্বোচ্চ ৪১ রান করেছেন রিশভ পন্ত। সাউদি চারটি, ট্রেন্ট বোল্ট তিনটি ও জেমিসন দুটি করে উইকেট নেন।

১৩৮ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড ব্যাট করতে নামলে ৪৪ রানে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে ভারত। তবে নিউজিল্যান্ডের দুই অভিজ্ঞ ক্রিকেটার রস টেলর ও কেন উইলিয়ামসন এরপর আর পাত্তাই দিলেন না ভারতীয় বোলিং আক্রমণকে।

অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দুজন। ৫২ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। ৪৭ রানে অপরাজিত ছিলেন টেলর।

টেস্ট চ্যাম্পিয়নশিপ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর