Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২১ ০৯:২৮

সব পরিসংখ্যান নিয়ে হিসাব কষা শেষ। এখন সব মিলিয়ে রাস্তা একটিই, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে নেপালের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে। এমন অবস্থাতেই আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা।

সাফের ফাইনালে কোন দুটি দল যাবে, তা নির্ধারণ হয়নি। রাউন্ড রবিন লিগে কাল বুধবার শেষ দুটি ম্যাচেই দুই ফাইনালিস্ট চূড়ান্ত হবে। তাই ম্যাচ দুটি অলিখিত সেমিফাইনালে পরিণত। আর দিনের প্রথম ম্যাচেই (বিকাল ৫টায়) নেপালের বিপক্ষে জিতে ফাইনাল নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন বেশ সতর্কই ছিলেন। নেপাল দ্রুতগতির ফুটবল খেলে থাকে। প্রতি আক্রমণে ওঠে গোল করতেও সিদ্ধহস্ত। তাই ব্রুজনের লক্ষ্য, ‘প্রথম কথা হলো ম্যাচ জিততে হবে। এর জন্য রক্ষণও সামলাতে হবে। মালদ্বীপের বিপক্ষে সেটপিস থেকে গোল হজম করতে হয়েছে। এবার সেন্ট্রাল এরিয়াতে তাদের প্রবেশ করতে দেওয়া যাবে না। রক্ষণ জমাট রাখতে হবে। আমাদের সেভাবে পরিকল্পনা আছে।’

ব্রুজন চাইছেন দলটিকে জয়ের মানসিকতা নিয়ে খেলাতে, ‘আমরা যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে হবে। ম্যাচটি সেমিফাইনালের মতোই। তবে ৯০ মিনিটে ম্যাচ জিততে হবে। আমি ভীষণ আত্মবিশ্বাসী। আমাদের কাল সুন্দর দিন অপেক্ষা করছে।’

নিজের প্রথম দুই ম্যাচ জয়ে পর তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরে বসে নেপাল। ফাইনালে যেতে হলে হিমালয়ের দেশটির প্রয়োজন শুধু একটি পয়েন্ট। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে ড্র করতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত।

দুর্দান্ত ফর্মে থাকা নেপালকে সম্মান দেখাচ্ছেন বাংলাদেশ কোচ অস্কার। ৪৪ বছর বয়সী অস্কার বলেন, ‘নেপাল শক্তিশালী দল। ভালো ফুটবল খেলে থাকে। আমাদেরও ভালো খেলোয়াড় আছে। বিপিএলের সেরা খেলোয়াড়রা খেলছে।’

এদিকে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় দুই দলের মধ্যে বাংলাদেশ কিছুটা এগিয়ে। ২০০৩ সালে প্রথম এবং সবশেষ এ আসরে লাল-সবুজের বিজয় কেতন উড়েছে। অন্যদিকে কখনও ফাইনালের মঞ্চেই পা পড়েনি নেপালের।

এমন প্রাপ্তির হাতছানিতে দলটির সহকারী কোচ কিরণ ভুলে যাচ্ছে না এবার শ্রীলংকাকে হারানো এবং শক্তিশালী ভারতকে রুখে দেওয়া ব্রুজনের দলের সামর্থ্যকে। গত নভেম্বরে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে ২-০ গোলের হার এবং দ্বিতীয়টিতে গোলশূন্য ড্রয়ের অতীতও মনে রেখেছেন তিনি।

কিরণ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ দলটির চেয়ে এই দলটা ভিন্ন। নতুন কোচ এবং নতুন কিছু খেলোয়াড়ও আছে এই দলে। যে কাউকে চমকে দেওয়ার সামর্থ্য আছে তাদের। এই ম্যাচ থেকে আমরা যেটা চাই, সেটা পেতে হলে আমাদের পরিকল্পনাগুলো ঠিকঠাক মতো কাজে লাগাতে হবে।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

বাংলাদেশ বনাম নেপাল সাফ চ্যাম্পিয়নশিপ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর