Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকরামের পদ ছাড়ার প্রসঙ্গে পাপন— দায়িত্বই তো দেইনি, ছাড়বে কি?


২২ ডিসেম্বর ২০২১ ১৭:১৭

পারিবারিক কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারশনস কমিটির চেয়ারম্যানের পদ ছাড়তে চান আকরাম খান। একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকরামের স্ত্রী সাবিনা আকরাম জানান বিষয়টি। গতকাল সাংবাদিকদের পদ ছাড়তে মনস্থির করার কথা জানান আকরাম খান নিজেও। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সর্বশেষ নির্বাচনের পর নতুন করে কাউকে দায়িত্বই দেওয়া হয়নি। তাহলে ছাড়ার প্রশ্ন কিভাবে!

আগামী ২৪ ডিসেম্বর নতুন কার্যকারী কমিটি নির্ধারণ করা হবে। আকরাম থাকছেন কিনা সেটা সেদিনই জানা যাবে বলেছেন বিসিবি প্রধান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর পোস্টের পর গতকাল আকরাম খান সাংবাদিকদের জানান, পরিবারকে আরও সময় দিতে বিসিবির ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ পদটি ছাড়তে চান তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপের পর।

আজ বুধবার (২২ ডিসেম্বর) সভা ডেকেছিলেন বিসিবি সভাপতি। সভায় ছিলেন আকরাম খানও। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাজমুল হাসান বলেন, ‘এখানে আমার মনে হয় কমিউনিকেশন গ্যাপ আছে। প্রথম কথা হচ্ছে আমরা এখনো কমিটি কাউকে দেইনি, কমিটি তৈরি করিনি। কাজেই এটা ছাড়বে কি? আর যেটাতে (আগের কমিটির দায়িত্ব) ছিল ওটা তো শেষ। শেষ হওয়ার পর আবার ছাড়া যায় নাকি।’

নতুন নির্বাচনের পর নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া না হলে অন্তর্বতীকালীন দায়িত্ব পালন করে যাচ্ছিলন আকরাম খান। গণমাধ্যমে খবর দেখে বিসিবি সভাপতি মনে করেছিলেন, হয়তো অন্তর্বতীকালীন দায়িত্বটাই ছাড়তে চান আকরাম, ‘একমাত্র জিনিস হচ্ছে অন্তর্বতীকালীন আকরাম চালিয়ে যাচ্ছে। আমি গণমাধ্যমে দেখে ভেবেছিলাম বোধহয় এই সময়েও থাকতে চাচ্ছে না। পরে কথা বললাম, ও বলল আট বছর থেকে ছিল এটাতে প্রচুর কাজ। পরিবারকে তার সময় দিতে হবে ইত্যাদি। ২৪ তারিখে আমরা কমিটি করার চিন্তা করছি। সেদিন জানা যাবে।’

আকরাম খান দায়িত্বে না থাকতে চাওয়াতে কাকে এই জায়গায় বসাবেন সেটাও চিন্তা বিসিবি বসের। নাজমুল হাসান বলেন, ‘প্রথম কথা হলো এটা নিয়ে আমি চিন্তাই করিনি। ছেড়ে দেওয়াটা বড় কথা না। কাকে দিব এটা হলো বড় কথা। একজনকে ছেড়ে দিলে আরেকজনকে দিতে হবে। এমন একজনকে দিতে হবে যে নাকি এটা করতে পারবে এবং করতে চায়। দুটোই গুরুত্বপূর্ণ। আমার কাছে কারো কোন পারসোনালি আগ্রহ থাকলে পাঠাতে পারে। ইটস নট অনলি অপারেশন্স। যেকোনো জায়গায় কাজ করতে চাইলে জানাতে পারে কেউ।’

আকরাম খান বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির নেতৃত্বে আছেন দীর্ঘদিন। ২০১৪ সালে প্রথমবার ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পান তিনি। পরের বছর নাঈমুর রহমান দুর্জয়ের কাছে চেয়ার হারান আকরাম। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফের ক্রিকেট অপারেশনসের প্রধানের চেয়ারে বসেন তিনি। এখনও সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক।

আকরাম খান টপ নিউজ নাজমুল হাসান পাপন বিসিবি


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর