আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাফিজের অবসর
৩ জানুয়ারি ২০২২ ১১:৫০
দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটীয় ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
২০০৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে অভিষেক হয় হাফিজের। ওই বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় টেস্টেও। আর ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় টি-টোয়েন্টিতে।
টেস্ট থেকে ২০১৮ সালে অবসর নিলেও রঙিন পোশাকের ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে গুঞ্জন উঠেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারে বিদায় বলে দেবেন তিনি। অবশেষে এল সেই ঘোষণাও।
তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও পিএসএল ও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার।
পাকিস্তানের জার্সিতে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ হাফিজ। সব ফরম্যাট মিলিয়ে রান করেছেন ১২ হাজার ৭৮০। টেস্টে ১০টি আর ওয়ানডেতে আছে ১১টি সেঞ্চুরিও। আর টি-টোয়েন্টিতে অপরাজিত ৯৯ রানের ইনিংসও আছে তার নামের পাশে।
কেবল ব্যাট হাতে নয়, বল হাতেও সমান কার্যকরি ছিলেন হাফিজ। তিন ফরম্যাট মিলিয়ে নামের পাশে ২৫৩টি উইকেটও।
সারাবাংলা/এসএস