Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের কাছ থেকে বল চেয়ে নিয়েছিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২২ ০৯:৪৯

প্রথম স্পেলে ৪ ওভারে ৩৮ রান দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। তার বল বেশ ভালোই খেলছিলেন রসি ভ্যান ডার ডুসেন এবং ডেভিড মিলার। এদিকে মিরাজের স্বভাবসুলভ বোলিং না হওয়ায় কাকে দিয়ে বাকি ওভারগুলো করাবেন তা নিয়ে হয়তো মাথা ব্যথা শুরু হয়েছিল অধিনায়ক তামিমের। তবে সেই মিরাজই শেষ দিকে এসে নিয়েছেন চার চারটি উইকেট। প্রথম দিকে বাজে বোলিং করা মিরাজ দমে তো যানইনি বরং তামিমের কাছে নিজেই বোলিং চেয়ে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় রঙিন পোশাকে জয়ের দেখা পেল টিম টাইগার। ৩১৫ রানের জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার সামনে ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে মাত্র ৩৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম জয়

একটা সময় অবশ্য ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল স্বাগতিকরা। সেসময় বল হাতে মিরাজ রান বিলিয়ে যাচ্ছেন দেখে মাহমুদউল্লাহকে দিয়ে একটি ওভার করান অধিনায়ক তামিম ইকবাল। সেই ওভারে আসে ৯ রান। পরে শেষ দিকে আবার মিরাজকেই বোলিংয়ে আনেন অধিনায়ক। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেন মিরাজ। ৫ ওভারের স্পেলে এই অফ স্পিনিং অলরাউন্ডার ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এর একটি মূল বাধা হয়ে থাকা ডেভিড মিলারের। ৩৮ রানে ম্যাচ জেতে বাংলাদেশ।

ম্যাচ শেষে মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘সব দলেই মিরাজের মতো একজন থাকা দরকার। ৪ ওভারে ৩৮ রান দেওয়ার পরও সে এসে আমাকে বলে, আমাকে বল দেন, ম্যাচ ঘুরিয়ে দেব। সব সময় হয়তো এটা কাজে লাগবে না, কিন্তু ওর যে আত্মবিশ্বাস ছিল, সেটা আমার ভালো লেগেছে।’

তাই তো তামিমের চোখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সেরা ওই মিরাজই। এ ব্যাপারে তামিম বলেন, ‘আমার চোখে, আজকের ম্যাচের সেরা মিরাজ।’

প্রথম ওয়ানডে জিতে সিরিজ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। জোহানেসবার্গে আগামী রোববার (২০ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব গড়বে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ প্রথম ওয়ানডে মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর