Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২২ ১৩:০৮

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দলের ১৪ দল নিশ্চিত হয়েছে আগেই। কাল বাকি দুই দলের নামও জানা গেল। বাছাই পর্ব পেরিয়ে কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে কাল নিজ নিজ খেলায় জিতেছে জিম্বাবুয়ে। তাতেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে দু’দলের। এ নিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। নেদারল্যান্ডস পঞ্চমবারের মতো পেল টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।

বিজ্ঞাপন

কাল কাইন্স স্পোর্টস ক্লাব মাঠে সেমিফাইনালের লড়াইয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে জিম্বাবুয়ে। ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা দিয়েছিলেন জিম্বাবুয়ের কোচ ডেভ হটন।  চাকাভা-মাদেভেরেরা সেটা শুনেছেন ভালোভাবেই। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে আগে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে। ২৯ বলে ৪২ রান করেন ওয়েসলি মাদেভেরে। ১৯ বলে ৩০ রান করেছেন চাকাভা।

পরে ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনিও অবশ্য কম যায়নি। তবে জিম্বাবুয়ান অধিনায়ক ক্রেইগ আরভিনের দারুণ কিছু কার্যকারী সিদ্ধান্তে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি দলটি। ঘুরিয়ে ফিরিয়ে আট বোলার ব্যবহার করেছেন আরভিন, উইকেট পেয়েছেন ছয়জনই।

শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭২ রানে থেমেছে পাপুয়া নিউগিনি। দলটির পক্ষে ৩৫ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন টনি ইউরা।

বুলাওয়ে  অ্যাথলেটিক ক্লাবের অপর সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। ১৯.৪ ওভারে ১৩৮ রানে থেমে যায় আগে ব্যাটিং করতে নামা যুক্তরাষ্ট্র। পরে ১৯ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

ইতিহাস গড়া এই জয়ে বড় অবদান ডি লিডের। প্রথমে বল হাতে ৩ ওভারে ২৩ রান খরচায় গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেওয়ার পাশাপাশি দুর্দান্ত একটি রান আউটও করেছেন। পরে জবাব দিতে নেমে ৬৭ বলে ৯ চার, ৩ ছক্কায় ৯১ রানের অপরাজিত ইনিংস খেলে নেদারল্যান্ডসের বিশ্বকাপ নিশ্চিত করেছেন ডি লিড।

উল্লেখ্য, আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করা ১৪টি দল হলো-অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নামিবিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজ।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর