Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশদের উল্লাস, শাহিনের চোট নিয়ে বাবরের আক্ষেপ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২২ ২১:২৩

মধুর প্রতিধোশ বলা যেতেই পারে! ১৯৯২ সালে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছিল পাকিস্তান। আজ সেই মেলবোর্ন  ক্রিকেট গ্রাউন্ডেই পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতল ইংল্যান্ড। বিশ্বজয়ের উল্লাসে মাতোয়ারা ইংলিশরা। অপর দিকে স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা পুড়ছেন আক্ষেপের আগুণে।

ম্যাচে শাহিন শাহ আফ্রিদির চোট পাওয়া এবং ব্যাটিংয়ে ২০টা রান কম হওয়ার আক্ষেপ ঝড়ল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কণ্ঠে। ফাইনালে আজ আগে ব্যাটিং করে ১৩৭ রানেই থেমে গেছে পাকিস্তানের ইনিংস। টি-টোয়েন্টিতে এই রান তেমন কঠিন সংগ্রহ নয়।

বিজ্ঞাপন

তবে এই রান নিয়েই লড়াই জমিয়ে তুলেছিলেন পাকিস্তানি বোলাররা। শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের দুর্দান্ত বোলিংয়ে একটা সময় বড় চাপেই পড়েছিল ইংল্যান্ড। শেষ ৫ ওভারে ইংল্যান্ডকে তুলতে হতো ৪১ রান। ইংলিশ ব্যাটাররা তখন যেভাবে সংগ্রাম করছিলেন মনে হচ্ছিল যেকোনো কিছুই ঘটতে পারে।

কিন্তু হ্যারি ব্রুকসের ক্যাচ নিতে গিয়ে হাঁটুতে চোট পাওয়া পাকিস্তানের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি পরে বোলিংই করতে পারলেন না। দ্বিতীয় স্পেলে ১৬তম ওভারে বোলিং করতে এসে প্রথম বলটি করেই আফ্রিদি বুঝে গেলেন ‘তার পক্ষে আর সম্ভব না।’ চোট নিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। আফ্রিদির অনুপস্থিতিতে ইংল্যান্ডকে আর আটকে রাখতে পারেনি পাকিস্তান।

ম্যাচ শেষে বাবর আজমের কণ্ঠে ২০ রান কম করার আক্ষেপও ফুটে উঠল, ‘আমরা ২০ রান কম করেছি , তারপরও যেভাবে সবাই লড়াই করেছে, তা অবিশ্বাস্য। আমাদের বোলিং আক্রমণ অন্যতম সেরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শাহিনের চোট আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে দেয়নি। কিন্তু এটা খেলারই অংশ। ইংল্যান্ডকে অভিনন্দন।’

বিজ্ঞাপন

পাকিস্তান এসব নিয়ে আক্ষেপ করলেও অন্যদিকে উল্লাসে ভাসছে ইংল্যান্ড। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এবছর জিতল টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরপর দুই সংস্করণের দুই বিশ্বকাপ জেতা একমাত্র দল ইংল্যান্ড।

বিশ্বজয়ের আনন্দে উচ্ছ্বাসিত ইংলিশরা। ম্যাচ শেষে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস বলছিলেন, ‘অবিশ্বাস্যভাবে দারুণ অনুভূতি। শেষ ৬-৮ সপ্তাহ খুবই বিশেষ এবং উপভোগ্য ছিল। তবে এটা সবকিছুর মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি এই টুর্নামেন্ট দারুণ উপভোগ করেছি এবং গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো খেলেছি।’

অলরাউন্ডার মঈন আলী বলছিলেন তার ক্যারিয়ারের সেরা দিনগুলোর একটি এটি, ‘এটা আমার ক্রিকেটর ক্যারিয়ারে সেরা দিনগুলোর একটি। আমি মনে করি, দল হিসেবে এটা আমাদের প্রাপ্য। লম্বা সময় ধরে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। অবশ্যই কখনো কখনো পারিনি। তবে সেমিতে এবং আজ দুর্দান্ত পাকিস্তান দলের বিপক্ষে জিততে পারার অনুভূতি দারুণ। বিশেষ করে পরিবার এবং ভক্তদের সামনে জিততে পারার অনুভূতি বিশেষ কিছু। এটা মূলত নিজের লক্ষ্যে অবিচল থাকার ব্যাপার।’

তরুণ হ্যারি ব্রুকসের কাছে আজকের দিনটি ‘অনন্যসাধারণ’। বলেছেন, ‘আমি সব সময় ভেবেছি এই দল নিয়ে এই স্কোয়াড নিয়ে আমরা বিশ্বকাপ জিততে পারব। এটা অনন্যসাধারণ একটি দিন।’

সারাবাংলা/এসএইচএস

জস বাটলার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাবর আজম শাহিন শাহ আফ্রিদি স্যাম কারেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর