Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিরা বলছেন, অভিযোগ নেই, নিজেদের দোষেই হেরেছি

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২২ ২০:৫৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২২ ২০:৫৬

কাতার বিশ্বকাপে দুঃস্বপ্নের মতো শুরু আর্জেন্টিনার। নিজেদের ইতিহাসে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরে শুরু করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবেই নাম উঠেছিল তাদের। আর প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে এমন হারের পর আশাহত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির নেই কোনো অভিযোগ। আর দলের স্ট্রাইকার লটারো মার্টিনেজ কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নিজেদেরকেই।

এর আগে ১৯৯০ সালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে হেরেও ফাইনাল খেলেছিল ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। তবে সেবার পশ্চিম জার্মানির কাছে হেরে বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল তাদের। তাই তো এবারেও স্বপ্ন দেখছেন মেসিরা। তবে সেই স্বপ্নের আগে নিজেদেরকেই সৌদি আরবের কাছে হারের কারণে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

বিজ্ঞাপন

সেবার প্রথম ম্যাচ হেরেও ফাইনাল খেলেছিল ম্যারাডোনারা

ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যাওয়ার পর আরও তিনটি গোল করে আর্জেন্টিনা। তবে সেই তিনটি গোলই অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর আর গোলের তেমন সুযোগ তৈরি হয়নি ম্যাচের প্রথমার্ধে। আর দ্বিতীয়ার্ধে কিছু বুঝে ওঠার আগেই সৌদি আরব দুর্দান্ত গতি দিয়ে পরাস্ত করে আর্জেন্টিনাকে। আর আর্জেন্টাইন রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায়। আর শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখে।

কেবল আর্জেন্টিনার হার নয়, সৌদি আরবের জয়ও বটে!

এমন হারের পর লিওনেল মেসি বলেছেন, ‘এটা আমাদের সবার জন্য খুব বড় একটি ধাক্কা। আমরা এটা প্রত্যাশা করিনি। সবকিছুই কোনো না কোনো কারণেই হয়। আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আর সামনের ম্যাচগুলো জিততে হবে। আর সবকিছুই আমাদের ওপরেই নির্ভর করছে। এই ম্যাচ নিয়ে আসলে কোনো অভিযোগ নেই। আমাদের আরও একাত্ম হতে হবে। আমাদের গ্রুপটা অনেক কঠিন সেটার প্রমাণ আমরা পেলাম। এটা এমন একটি অবস্থা যার মধ্য দিয়ে আমরা দীর্ঘদিন যাইনি। এখন আমাদের আবারও দলগতভাবে এটার মোকাবিলা করতে হবে।’

৪ বিশ্বকাপে গোল করে এলিট ক্লাবে মেসি

লিওনেল মেসি এমন হারে দলের কারো দিকে অভিযোগের তীর না ছুঁড়লেও নিজেদেরকেই দায়ী করেছেন স্ট্রাইকার লটারো মার্টিনেজ। ম্যাচে দুইবার গোল করেও তা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। আর একারণেই কিছুটা নিরাশ লটারো মার্টিনেজ।

ইতালির রেকর্ড ছোঁয়া হলো না মেসিদের

তিনি বলেন, ‘আমরা আমাদের ভুলের কারণেই হেরেছি। সবচেয়ে বেশি ভুল করেছি দ্বিতীয়ার্ধে। ছোট ছোট অনেক কিছুই ব্যবধান গড়ে দেয় যেগুলো আমাদের সামনে ঠিক করতে হবে। প্রথমার্ধেই আমাদের আরও গোল করা উচিত ছিল, অন্ততপক্ষে আরও একটি গোল করা উচিত ছিল। তবে এখনও আমাদের সুযোগ আছে সামনের দুই ম্যাচ জিততে হবে আমাদের। এই হার আমাদের অনেক কষ্ট দিচ্ছে। আমরা শুরুটা ভালো করার জন্য অনেক প্রত্যাশা করেছিলাম। এটা শেষ হয়েছে আর আমাদের সামনের ম্যাচের জন্য আরও কঠিনভাবে অনুশীলন করতে হবে।’

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার শুরতেই বড় ধাক্কা

গ্রুপ পর্বে নিজেদের পরের দুই ম্যাচে সৌদি আরবের চেয়ে অপেক্ষাকৃত শক্তিশালী দুই দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় আর ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা বনাম সৌদি আরব কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২২ লটারো মার্টিনেজ লিওনেল মেসি

বিজ্ঞাপন

মৌমাছির ডানায় ভর করে পৃথিবী
১০ জুলাই ২০২৫ ০৯:৫৩

আরো

সম্পর্কিত খবর