Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল থেকেই ২০২৪ বিশ্বকাপের পরিকল্পনা শুরু: প্রধান নির্বাচক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ১৯:০৯

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে যাচ্ছে কদিন পরই। বিপিএল মানেই দেশি-বিদেশী তারকাদের মিলন মেলা। দেশি-বিদেশী অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে থেকে তরুণদের শেখার সুযোগ। এবং সম্ভবনাময়ীদের পারফর্ম করে আলোচনায় আসার মঞ্চও। ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর প্রত্যাশা, এবারের বিপিএল থেকে অসাধারণ কিছু ক্রিকেটার উঠে আসবে। আসন্ন বিপিএল থেকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা শুরু হবে, বলেছেন তিনি।

বিজ্ঞাপন

বিপিএলের মতো টুর্নামেন্টগুলোর প্রধান টার্গেটই নতুন পারফরমার খুঁজে বের করা। অতীতে এই টুর্নামেন্ট থেকে বেশ কিছু পারফরমার বাংলাদেশ খুঁজে পেয়েছেও।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিনহাজুল আবেদিন আশাবদ ব্যক্ত করলেন, এবারও খুঁজে পাবেন কিছু অসাধারণ পারফরমার, ‘অনেকগুলো আন্তর্জাতিক ক্রিকেটার যুক্ত থাকে এখানে, তাদের জন্য এটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি আশা করি এই বিপিএল থেকে হয়তো আউটস্ট্যান্ডিং কিছু পারফরমার খুঁজে পাবো আমরা।’

এবারের বিপিএল থেকে আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা শুরু হবে সেটাও বললেন প্রধান নির্বাচক, ‘কিছু কিছু পরিকল্পনা থাকে, আগাম বলাটা মুশকিল হয়ে যায়। এটা নিজেদের মধ্যে রাখতে হয়। তারপরও বলছি, বিপিএল থেকেই কিন্তু ২০২৪ এর লক্ষ্য নিয়ে আমরা এগুচ্ছি। এবারের বিপিএল আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। অনেক প্লেয়ার থাকবে তাদের মধ্য থেকে অসাধারণ ক্রিকেটারদের বের করতে হবে। কিছু কিছু জায়গায় যেখানে দলে ঘাটতি আছে, ওখানের ক্রিকেটাররা কেমন করছে এটাও দেখার বিষয়।’

উল্লেখ্য, এবারের বিপিএল মাঠে গড়াচ্ছে আগামী ৬ জানুয়ারি থেকে।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিপিএল বিসিবি মিনহাজুল আবেদিন নান্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর