Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২৩ ১৭:২১ | আপডেট: ৬ এপ্রিল ২০২৩ ১৭:৫৬

কাতার বিশ্বকাপ জয়ের পরেও ব্রাজিলকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। তবে অবশেষে ব্রাজিলকে হটিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করল আলবেসিলেস্তেরা। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্রাজিলকে টপকেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এতেই ৬ বছর পর র‍্যাংকিংয়ের শীর্ষে উঠল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে। আর সেখানেই দুই ধাপ এগিয়ে ফ্রান্স ও ব্রাজিলকে টপকে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স অবশ্য যেখানে অপরিবর্তিত অবস্থানে আছে। আর দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল।

বিজ্ঞাপন

হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আর্জেন্টিনা। আর ১৮৩৮.৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারা ফ্রান্স। আর ১৮৩৪.২১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ব্রাজিল।

২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা গত মাসে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে। অন্যদিকে ব্রাজিল নিজেদের একমাত্র প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছিল। আর এই ম্যাচের ফলাফলের প্রভাবই পড়েছে র‍্যাংকিংয়ের ওপর।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৪-০ ও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১-০ হারায় ফ্রান্স। ফিফা র‍্যাংকিংয়ের সেরা দশে আর নেই কোনো পরিবর্তন।

এদিকে বরাবরের মতো ১৯২তম স্থানে আছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা টপ নিউজ ফিফা র‍্যাংকিং বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর