Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত নম্বর পজিশনের বিবেচনায় স্কোয়াডে চারজন!

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ১২:০০

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। সাত নম্বর পজিশনের বিবেচনায় ছিলেন তিনি। তবে মাহমুদউল্লাহ না থাকলেও এই পজিশনে এশিয়া কাপের স্কোয়াডে আছেন চারজন!

দল ঘোষণার আগে ধারণা করা হচ্ছিল সাত নম্বর পজিশনের বিবেচনায় মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব বা শামীম পাটোয়ারীর মধ্যে একজনকে নেওয়া হবে স্কোয়াডে। কিন্তু দল ঘোষণায় রীতিমতো চমক। মাহমুদউল্লাহ না থাকলেও সাত নম্বর পজিশনের বিবেচনায় দলে চারজন।

বিজ্ঞাপন

আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী  দুজনেই আছেন। অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা শেখ মাহেদিকে ডাকা হয়েছে দলে। সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে খেলানো হয়েছিল মাহেদিকে। এই তিনজনের সঙ্গে সাত নম্বর পজিশনের বিবেচনায় থাকবেন মেহেদি হাসান মিরাজও।

সম্প্রতি বাংলাদেশের হয়ে বেশ কয়েকটা ম্যাচে সাতে ব্যাটিং করেছেন মিরাজ। তাকে সাতে সেট করার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। আজ দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও বলেছেন, ‘আপনি দেখেন টিম ম্যানজেমেন্টের আন্ডারে সাত নম্বরে কিন্তু মিরাজকে খেলানো হচ্ছিল। কয়েকটা সিরিজে।’

একটা পজিশনের জন্য দলে চার ক্রিকেটার! নিশ্চয় আশ্চর্যের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা হয়। সব দিক বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হয়।’

‘সাত নম্বর, আট নম্বর পজিশন না, টিমে যখন ডাকা হয়েছে টিম তাকে যখন যেখানে খেলাবে সেখানেই খেলতে হবে। নির্ধারন নেই যে ওই পজিশনেই খেলতে হবে। প্রয়োজনের খাতিরে যে কেউ উপরে ব্যাটিং করতে পারে বা নিচে ব্যাটিং করতে পারে। টিমের জন্য সবাইকে যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত থাকতে হবে।’

বিজ্ঞাপন

সাত নম্বরে শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখা হবে সেটা এশিয়া কাপেই বুঝা যাবে। এশিয়া কাপ মাঠে গড়াবে ৩০ আগস্ট।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন এবং মোহাম্মদ নাইম শেখ।

সারাবাংলা/এসএইচএস

২০২৩ এশিয়া কাপ মাহমুদউল্লাহ মিনহাজুল আবেদিন নান্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর