Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহমেদাবাদের দেড় লাখ দর্শককে স্তব্ধ করে দিতে চান কামিন্স

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩ ১৬:২২

রেকর্ড অষ্টমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের ‘মিশন হেক্সা’ সফল করার জন্য আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে এখন পর্যন্ত অপরাজিত থাকা ভারতের। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলছেন, আহমেদাবাদের স্টেডিয়ামে উপস্থিত হতে যাওয়া দেড় লক্ষ ভারতীয় সমর্থককে স্তব্ধ করে দিয়েই শিরোপা জিততে চান তারা।

বিজ্ঞাপন

নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। আগামীকালের ফাইনালে এখানে বসে খেলা দেখবেন ১ লাখ ৩2 হাজারেরও বেশি দর্শক। তাদের বড় অংশই থাকবেন ভারতীয় সমর্থক। স্বাগতিক সমর্থকদের বাড়তি চাপ অজিদের উপর প্রভাব ফেলবে না বলেই আশাবাদী কামিন্স, ‘দর্শক অনুমেয়ভাবেই ভারতের পক্ষ থাকবে। তবে খেলায় এমন বড় অংকের দর্শককে চুপ করিয়ে দেওয়ার মতো আনন্দের কাজ আর নেই। দর্শকের আওয়াজ আপনাকে মেনে নিতেই হবে। খেলা শুরুর আগে থেকেই পরিবেশটা এমনই থাকবে। এটা দারুণ একটা ব্যাপার। সমর্থন আপনার পক্ষে না থাকলেও এটা মেনে নিয়েই খেলতে হবে।’

বিজ্ঞাপন

ভারত-নিউজিল্যান্ড ম্যাচের সেমিফাইনালের আগে পিচ পরিবর্তন নিয়ে অনেক আলোচনা হয়েছে। কামিন্স অবশ্য মানছেন, ফাইনালে পিচ তেমন বড় ভূমিকা রাখবে না, ‘আমি পিচ দেখেছি। আমি পিচ বিশেষজ্ঞ নই। তবে পিচ ভালো মনে হচ্ছে। স্বাগতিকরা সবসময়ই পিচ থেকে বাড়তি সুবিধা পায়, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এই মাঠে আমরাও অনেক ক্রিএক্তে খেলেছি গত কয়েক বছরে। আর পিচ দেখে আমার মনে হয়েছে এখানে অনেক রান উঠবে।’

ফাইনালের সন্ধ্যায় শিশির পড়া নিয়ে খানিকটা চিন্তিত কামিন্স, ‘আমরা অন্য যেখানে খেলেছি, সেখানকার চেয়ে এখানে শিশিরের প্রভাব বেশি থাকবে। এটা নিয়ে আসলে আগামীকালই ভাবতে হবে। তবে ম্যাচের শেষ ভাগেই এটি প্রভাব ফেলবে। প্রথম ২০ ওভার বল সুইং করবে, এরপর আসলে বুঝা যাবে শিশির কেমন প্রভাব ফেলে বলের ওপর।’

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ প্যাট কামিন্স বিশ্বকাপ ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর