Thursday 07 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের ছেলের ঘরে ফেরা : বাফুফেতে সভাপতি তাবিথের প্রথম দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ২৩:০৫

সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাফুফে ভবনের পকেট গেট ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল বিশাল এক ব্যানার। বাফুফের এলিট ট্রেনিং সেন্টারের সামনে ফ্রেমে বাঁধিয়ে রাখা হয়েছে সাফজয়ী মেয়েদের ট্রফি নিয়ে উল্লাসের ছবিটা। সাথে একপাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, অন্যপাশে সেরা গোলরক্ষক রুপনা চাকমার কাটআউট। মেয়েদের ঐতিহাসিক এই অর্জনের রোশনাই এখনো রয়ে গেছে বাফুফের আঙ্গিনায়। 

আজ (০৬ নভেম্বর, বুধবার) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালও দায়িত্বের প্রথম দিন বাফুফেতে এসে বললেন সেই কথা; যেন ঘরে ফিরেছেন তিনি, আর তার ঘরে ফেরাটা আরো রাঙিয়েছে সাবিনা-ঋতুপর্ণাদের টানা দ্বিতীয়বার সাফ জয়। 

বিজ্ঞাপন

গত ২৬ অক্টোবর বাফুফের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েই দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন তাবিথ, এএফসির অ্যাওয়ার্ড নাইট ও মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতিদের বৈঠকে বাফুফের প্রতিনিধিত্ব করতে। গতকাল কোরিয়া থেকে ফিরে আজ বিকেল চারটার কিছু পরে বাফুফেতে গিয়েছেন তিনি। এর আগে নির্বাহী কমিটির অনেকেই এসে উপস্থিত হন বাফুফে ভবনে। তবে নতুন সভাপতিকে বরণের তেমন কোনো আয়োজন ছিল না আজ বাফুফে ভবন চত্বরে। 

২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়ন জমা দেয়ার পর আর বাফুফে ভবনে যাননি তাবিথ। এর আগে ২০১২ থেকে ২০২০ পর্যন্ত বাফুফের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন তিনি। প্রায় চার বছর পর বাফুফেতে পা রেখে সংবাদ সম্মেলনে তাবিথ বলেন, ‘ বাফুফে ভবনে এসে নিশ্চয়ই খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি আমার বাসায় ফিরে এসেছি। ফিরেছি এমন একটা সময়, যখন একটা চ্যাম্পিয়ন দলের কাছে আসতে পেরেছি, সেটা নিশ্চয়ই আমাকে গর্বিত করছে। একই সঙ্গে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কারণ এরকম একটা স্ট্যান্ডার্ডে যখন নতুন কমিটি দায়িত্ব নিয়েছি। আশা করব চার বছর পর এই স্ট্যান্ডার্ডের চেয়ে ভালো অবস্থানে আমরা যাবো, খেলোয়াড়রাও আরও উন্নতি করবে।’

বিজ্ঞাপন

নতুন পরিচয়ে বাফুফে ভবনে এসে আজ বেতনভুক্ত কর্মী ও বাফুফের নতুন নির্বাহী কমিটির সঙ্গে পরিচয় পর্ব সেরেছেন তাবিথ। জানিয়েছেন সাফজয়ী নারী ফুটবলারদের সাথে শুভেচ্ছা বিনিময়ের ক্তহাও, ‘আজকে আমরা বাফুফের সকল স্টাফ, শীর্ষ থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সবার সঙ্গে পরিচিত হয়েছি। নিজেদের মধ্যে দ্রুত একটা মতবিনিময়ও হয়েছে। এরপরই আমরা সাফজয়ী নারী দলের ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি এবং আগামী দিনের কিছু পরিকল্পনার কথা বলেছি। তবে অত বেশি কিছু আলোচনা হয়নি। আগামী দিনে আমরা আরও গুরুত্ব দিয়ে বসব নির্বাহী কমিটি ও সাব-কমিটিগুলোসহ। আজ একটা সোশ্যাল গ্যাদারিং হয়েছে সবার মধ্যে।’

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে সেই অভিজ্ঞতা নিয়ে খুব বেশি কিছু বলেননি তাবিথ। তবে বলেছেন, স্বপ্ন দেখেছিলেন ঠিকই একদিন বাফুফে সভাপতি হবেন, ‘আসলে এই চেয়ারে বসার, নতুন সভাপতি হওয়ার রোমাঞ্চ এখনও আমার মাথায় পুরোপুরি কাজ করে না। বিষয়টা এখনও স্বপ্নের মধ্যে আছে নাকি বাস্তব রূপ পেয়েছে, সেটা এখনও বুঝতে পারছি না। তাই এই উপলব্ধিটা আমি পরে আপনাদের জানাব। স্বপ্ন তো সবাই দেখে। তবে নির্দিষ্ট করে তো দেখিনি কোন দিন তারিখে সভাপতি হবো। একটা স্বপ্ন তো ছিলই। প্রথম যখন ২০১২ সালে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আসি, তখন স্বপ্ন ছিল একদিন সভাপতি হবো। হয়তো এত শিগগিরই হবো ভাবিনি।

টানা দ্বিতীয়বার সাফজয়ী নারী ফুটবলারদের আর্থিকভাবে পুরস্কৃত করার পরিকল্পনা আছে বাফুফের। সংবাদ সম্মেলনে তাবিথ বলেছেন, আগামী ৯ নভেম্বর নির্বাহী কমিটির প্রথম সভায় প্রস্তাবনা পাশ করিয়ে মেয়েদের পুরস্কারের ব্যাপারে ঘোষণা দেবেন তারা। 

সারাবাংলা/জেটি/এফএম

তাবিথ আউয়াল ফুটবল বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল ফেডারশন-বাফুফে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর