Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আঙুলের চোটে সিরিজ শেষ মুশফিকের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ১৯:৩৩

আঙুলের চোটে ছিটকে গেছেন মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ে ওয়ানডে সিরিজ শুরুর পর আরেকটি ধাক্কা বাংলাদেশ শিবিরে। আঙুলের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আজ আনুষ্ঠানিক বিবৃতিতে এই উইকেটকিপার-ব্যাটারের চোটের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

গতকাল শারজাহয় প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে উইকেটকিপিং করার সময় বাম হাতের তর্জনীতে চোট পান মুশফিক। যে কারণে ব্যাটিংয়েও নেমেছিলেন সাত নম্বরে। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি একেবারেই, ৩ বলে করেছেন ১ রান। 

ব্যাটিং ব্যর্থতায় ৯২ রানে হারা ম্যাচ শেষে এক্স-রে করানোর পর বাম হাতের তর্জনীতে চিড় ধরা পড়ার কথা জানিয়েছেন দলের ফিজিও দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

বিসিবির পাঠানো বিবৃতিতে দেলোয়ার বলেন, ‘, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে কিপিং করার সময় মুশফিকুরের বাম হাতের তর্জনীর সামনের ভাগে চোট লেগেছে। ম্যাচ শেষে এক্স-রে করে দেখা গেছে, তার বাঁ হাতের তর্জনীর ডি.আই.পি (ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল) জয়েন্টের কাছে চিড় আছে। তিনি বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে আছেন। অর্থাৎ, সার্জারি ছাড়াই চিকিৎসা চলছে। এ কারণে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে তাকে দলে পাওয়া যাবে না। তার বর্তমান অবস্থা এবং সম্ভাব্য সুস্থ হওয়ার সময় সম্পর্কে পরবর্তী আপডেট দেওয়া হবে।’

মুশফিকের বদলি হিসেবে এখনো কাউকে ডাকেনি বিসিবি। সিরিজের বাকি দুই ওয়ানডে একই মাঠে অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১১ নভেম্বর। 

সারাবাংলা/জেটি