চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ কোচ বললেন— সেরা প্রস্তুতি হয়নি
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২২
আইসিসি চ্যাম্পিয়ন্স জন্য পুরোদমে অনুশীলন চলছে বাংলাদেশি ক্রিকেটারদের। আজ তৃতীয় দিনের মতো ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট খেলতে আগামী ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা বাংলাদেশি ক্রিকেটারদের। এদিকে, আজ বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স বললেন, সেরা প্রস্তুতি হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটে। আর ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেললেন এক মাসের বেশি সময় ধরে। ৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে বিপিএলের এবারের আসর। ওয়ানডে টুর্নামেন্টের আগে টানা টি-টোয়েন্টি খেলা নিশ্চয় আদর্শ প্রস্তুতি নয়। সেটাই বলতে চাইলেন বাংলাদেশ কোচ।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লম্বা সময় ধরে অনুশীলন করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমে কথা বলেছেন ফিল সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি কেমন হলো, এমন প্রশ্নে সিমন্স বলেন, ‘হ্যাঁ আমি আপনার সাথে একমত যে আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি।’
তবে ক্রিকেটাররা যে ক্রিকেটের মধ্যেই ছিলেন এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন সিমন্স, ‘তারা ক্রিকেটের মধ্যেই ছিল তাও সাদা বলের ক্রিকেট। তার মানে স্কিলের দিক থেকে তারা শাণিত আছে। আগামী ৬-৭ দিনে মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে। তাদের স্কিল আছে, ভালোও খেলেছে, এখন শুধু ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করলেই হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দিনের আলোর পাশাপাশি রাতে ফ্লাডলাইটের আলোতেও অনুশীলন করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচ যে সময়ে অনুষ্ঠিত হবে সে হিসেব ধরে অনুশীলন করা হচ্ছে। কোচ সিমন্স বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই আমরা দিনে ব্যাট করব, বল করেছি। আবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতেও প্র্যাকটিস করব। ৫০ ওভারের ব্যাটিংয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেবো।’
সারাবাংলা/এসএইচএস