Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে প্রস্তুত হচ্ছেন লিটন-ইবাদতরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৩

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ জাতীয় দল দেশ ছেড়েছে অনেক আগেই। ১৩ তারিখ রাতে দুবাইয়ের বিমান ধরেছে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে অনুশীলনও শুরু করেছেন ক্রিকেটাররা। এদিকে, ক্রিকেটারদের অনুশীলন চলছে দেশেও।

জাতীয় দলের বাইরে থাকা এবং জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। আজ রোববার থেকেই শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের অনুশীলন। অনুশীলনে দেখা গেল লিটন দাস, ইবাদত হোসেন, মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারীদের মতো ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রিমিয়ার লিগের দলগুলোর অনুশীলন শুরুর আগ পর্যন্ত বাংলাদেশ টাইগার্সের এই ক্যাম্প চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।

দেশিয় কোচদের তত্ত্বাবধানে চলছে এই ক্যাম্প। ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হলেও পরে স্কিল ট্রেনিংও যুক্ত হয়েছে তাতে। ক্যাম্পের তত্ত্বাবধানে আছেন দেশের পরিচিত কোচ সোহেল ইসলাম।

৫৪ বছর বয়সী এই কোচ গণমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় দলে একজন খেলোয়াড় থেকে কোচিং স্টাফরা কি চায় সেটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য যোগাযোগটা গুরুত্বপূর্ণ। আমরা এজন্য এলাইন থাকছি। যেকোনো খেলোয়াড় টাইগার্স ক্যাম্প থেকে জাতীয় দলে গেলে সে যেন প্রস্তুত হয়েই যায়। আমাদের সামনে যে জাতীয় দলের খেলা হচ্ছে। সেটার পরিকল্পনা মাথায় রেখে আমাদের টাইগার্সের প্রোগ্রাম করা হয়েছে।’

বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা লিটন দাসকে নিয়ে আলাদা করে বললেন সোহেল। বলেছেন, ‘আমরা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছি। কিভাবে এই জায়গাটা আরো স্মুথ করতে পারি। লিটন এখন সাময়িকভাবে স্ট্রাগল করছে। আগে তো স্মুথ ছিল। আমার মনে হয় কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। ওইটা আমরা ফাইন্ড আউট করেছি এবং সেভাবেই কাজ করা শুরু করেছি।’

বিজ্ঞাপন

জাতীয় দল দেশের বাইরে তবুও শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চরম ব্যস্ততা। একাডেমি মাঠে অনুশীলন করছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা এবং নারী ক্রিকেটাররা। এর মধ্যে আজ শুরু হলো বাংলাদেশ টাইগার্স ক্যাম্প।

বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে যেসকল ক্রিকেটারদের দেখা গেল- লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শাহাদাত হোসেন দিপু, তানভীর ইসলাম, রাকিবুল হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শেখ মাহেদী, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ টাইগার্স লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর