বাংলাদেশ-পাকিস্তানকে বিদায় করে সেমিফাইনালে নিউজিল্যান্ড
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৮
ম্যাচটা বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, কিন্তু এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল পাকিস্তানও। কারণ বাংলাদেশ আজ জিতলে বাংলাদেশের সঙ্গে সেমিফাইনালের সম্ভবনা টিকে থাকত পাকিস্তানেরও। কোনটিই হয়নি, বাংলাদেশকে সহজেই হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড।
গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালের সমীকরণ নিশ্চিত হয়ে গেল। এই গ্রুপ থেকে ভারতের সঙ্গে নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করল। আর বাদ পরে যাচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। আগামী ২৭ ফেব্রুয়ারি তাই বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি তাই এখন শুধুই আনুষ্ঠানিকতা।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ আগে ব্যাটিং করে ২৩৬ রান তুলেছিল বাংলাদেশ। শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে এতো অল্প পুঁজি যে যথেষ্ট নয় বুঝাই যাচ্ছিল। নিউজিল্যান্ডের ইনিংসে সেটা দেখাও গেল। শুরুতে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা ভালো বোলিং করেছিলেন বটে তবে নতুন বলের ধার কমে যাওয়ার পর সহজেই রান তুলেছেন কিউই ব্যাটাররা।
ইনজুরি কাটিয়ে দলে ফেরা রাচিন রাবীন্দ্র দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান টম ল্যাথাম আজ বাংলাদেশের বিপক্ষে ফিফটি করেছেন। দুই মিলিয়ে ৪৬.১ ওভারে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৩৬ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা ভালো ছিল। নতুন বলে দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ গতির ঝড় তুলেছিলেন। ইনিংসের প্রথম ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়ংয়ের স্ট্যাম্প ভেঙে দেন তাসকিন আহমেদ।
চতুর্থ ওভারে কেন উইলিয়ামসনকে ফেরান নাহিদ রানা। বাংলাদেশের তরুণ পেসারের ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার গতির বলে ড্রাইভ খেলতে চেয়েছিলেন উইলিয়ামসন। কিন্তু গতির কাছে পরাস্ত হয়েছেন। ৪ বলে ৫ রান করা উইলিয়ামসন ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।
এরপর ডেভন কনওয়েকে নিয়ে শক্ত একটা জুটি গড়েন রাচিন রাবীন্দ্র। ৪৫ বলে ৩০ রান করা কনওয়ে মোস্তাফিজুর রহমানের বলে ফিরেছেন দলীয় ৭২ রানের মাথায়। এরপর দুর্দান্ত একটা জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে অনেকটা ছিটকে দিয়েছেন রাচিন রাবীন্দ্র ও টম ল্যাথাম। চতুর্থ উইকেট জুটিতে ১২৯ রান তুলেছেন দুজন। সেঞ্চুরিই করেছেন রাবীন্দ্র।
সেঞ্চুরিয়ান রাবীন্দ্রকে ফিরিয়েছেন রিশাদ হোসেন। ১০৫ বল খেলে ১২টি চার ১টি ছয়ে ১০৫ রান করে ফিরেছেন রাবীন্দ্র। খানিক বাদে টম ল্যাথাম ফিরেছেন ৫৫ রান করে। ৭৬ বল খেলে ৩ চারে ৫৫ রান করে রান আউট হয়েছেন ল্যাথাম। শেষের সমীকরণটা মিলিয়েছেন গ্লেন ফিলিপস। ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৪০ রান তুলেছে নিউজিল্যান্ড।
এর আগে নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের ব্যাটে মোটামুটি একটা স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাটিং সহায়ক উইকেটে নিউজিল্যান্ড কেন আগে ব্যাটিং করার সুযোগ নিল না সেটা নিয়ে তখন আলোচনা হয়েছে। তবে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতেই আটকে রেখে সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের শুরুটা অবশ্য আজ ভালো হয়েছিল। মিডল অর্ডারে মাহমুদউল্লাহকে জায়গা করে দিতে সৌম্য সরকারকে বাসিয়ে তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের ওপেনিং জুটি ৮ ওভারে ৪৫ রান তুলেছে। তানজিদ তামিম ২ ছয়, ১ চারে ২৪ বলে ২৪ রান করে ফিরেছেন।
এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। তিনে নেমে মেহেদি হাসান মিরাজ ১৩ বলে ১৪ রান করে ফিরেছেন শর্ট লেগে ক্যাচ দিয়ে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় আজ পুরোপুরি ব্যর্থ। সময় নিতে চেয়েছেন সেট হতে। কিন্তু ২৪ বল খেলে ৭ রান করে ফিরেছেন হৃদয়। এরপর অভিজ্ঞ মুশফিুকর রহিম যেভাবে আউট হলেন তাতে তার সাম্প্রতিক বাজে ফর্মের বিষয়টা আরও দৃশ্যমান হলো।
একশর আগে তিন উইকেট হারানো বাংলাদেশের পক্ষে তখন হাল ধরার দরকার ছিল। কিন্তু মিচেল ব্রেসওয়েলের অফস্পিনে স্লগ সুইপ খেলতে গেলেন অভিজ্ঞ মুশফিক। ৫ বলে ২ রান করা মুশফিক মিড হিটে ক্যাচ তুলে দিয়েছেন মিড উইকেটে। ইনজুরি কাটিয়ে ফেরা মাহমুদউল্লাহর রান পাননি। ১৪ বলে আউট হয়েছেন ৪ রান করে। ১১৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
এরপর দাঁড়াতে পেরেছেন কেবল জাকের আলী অনিক। গত ম্যাচে দলের বিপর্যয়ে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি করেছিলেন। আজও দলের বিপদে হাল ধরেছেন জাকের। নাজমুল হোসেন শান্ত একপ্রান্ত আগলে রেখেছিলেন শুরু থেকে। তার সঙ্গে ষষ্ঠ ওভারে ৪৫ রান যোগ করেন জাকের।
শান্তর প্রতিরোধ থেমেছে ৩৮তম ওভারে। ১১০ বলে ৯টি চারের সাাহয্যে ৭৭ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। জাকের আলী ৫৫ বলে রান আউট হয়েছেন ৫৫ বলে ৪৫ রান করে। ৩টি চার ১টি ছয়ে এই রান করেন জাকের। শেষ দিকে ২৫ বলে ২৬ রান করে দলের রান বাড়িয়েছেন রিশাদ হোসেন।
৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রানে থেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে মিচেল ব্র্যাসওয়েল ১০ ওভারে ২৬ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন।
সারাবাংলা/এসএইচএস