Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনাল: কার প্রতিপক্ষ কে?

স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২৫ ২৩:৫১

ভারত অধিনায়ক রোহিত শর্মা

ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল এবারের চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের খেলা। একইসাথে নিশ্চিত হলো দুই সেমিফাইনালে কে হচ্ছে কার প্রতিপক্ষ। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে আজ (রবিবার) ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো ভারত। প্রথম সেমিফাইনালের তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

বিজ্ঞাপন

২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর ওয়ানডেতে আবার মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। আগামী ০৪ মার্চ দুবাইতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। জয়ী দলে চলে যাবে সরাসরি ফাইনালে। দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু পাকিস্তানের লাহোর। আগামী ০৫মার্চ দুই দল নামছে ফাইনালে ওঠার লড়াইয়ে।

‘এ’ গ্রুপে নিজেদের সবকয়টি ম্যাচই জিতেছে ভারত। বাংলাদেশ আর পাকিস্তানকে হারিয়েছে প্রথম দুই ম্যাচে। আজ শেষ ম্যাচে হারাল নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডও বাংলাদেশ আর পাকিস্তানকে হারিয়েই নিশ্চিত করেছে সেমিফাইনাল। ওদিকে ‘বি’ গ্রুপে আফগানিস্তানকে হারিয়ে আসর শুরু করা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। অস্ট্রেলিয়ার সাথে করেছে পয়েন্ট ভাগাভাগি। শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে খেলতে নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। তবে অস্ট্রেলিয়া খেলেছে মাত্র এক ম্যাচ। শুরুর ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর বাকি দুই ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। দুই ম্যাচের পয়েন্ট ভাগাভাগি আর নেট রান রেটে এগিয়ে থাকায় আফগানদের বদলে সেমিতে খেলছে অজিরাই।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর