নিউজিল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা ভারতের
৯ মার্চ ২০২৫ ২২:২০ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ০৩:২৪
উইল ও’রোর্কের হাত থেকে ছুটে আসা বলটা ডিপ স্কয়ার লেগে পুল করে ছুটলেন রবীন্দ্র জাদেজা। হাত দুটো ওপরে, এক হাতে ধরা ব্যাট। ভারতের ড্রেসিংরুম থেকে একে একে ছুটে আসছেন সবাই। ততক্ষণে বাউন্ডারি পেরিয়ে গেছে বল। নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের তৃতীয় শিরোপা জয়। আর্শদীপ সিং নাচতে শুরু করলেন গ্যাংনাম স্টাইলে। বিরাট কোহলি আর রোহিত শর্মা স্টাম্প হাতে নিয়ে নাচলেন ভারতের ঐতিহ্যবাহী ‘ডান্ডিয়া’ নাচ।
কেনই বা নাচবেন না! চ্যাম্পিয়নস ট্রফিতে টানা তৃতীয় ফাইনাল খেলতে নামা ভারত তাদের তৃতীয় শিরোপা জিতল নিউজিল্যান্ডকে হারিয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের লক্ষ্য ভারত টপকে গেল ৪ উইকেট হাতে রেখে। হলো এবারের চ্যাম্পিয়নস ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন। গোটা টুর্নামেন্টে কেউই হারাতে পারেনি তাদের।
এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম শিরোপাটা এসেছিল ২০০২ সালের আসরে। শ্রীলংকার বিপক্ষে সেই ফাইনালটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় শিরোপা ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে ২০১৩ সালে। এক আসর পর আবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা গেল ভারতে।
টসে জিতে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের জোড়া ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানে থামে ১৬ বছর পর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলতে নামা নিউজিল্যান্ড। ২০০৯ সালে খেলা সর্বশেষ ফাইনালেও হারতে হয়েছিল তাদের। সেবার কিউইদের হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি জেতে অস্ট্রেলিয়া। এবারও ভাগ্য বদলাল না তাদের। ভারতের অধিনায়ক রোহিত শর্মার ৭৬ রানের ইনিংসের সাথে মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ারের ৪৮, অক্ষর প্যাটেলের ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পর লোকেশ রাহুলের দায়িত্বশীল ৪০ রানের ইনিংসে জিতল ভারত। চ্যাম্পিয়নস ট্রফির গত আসরের ফাইনালে পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানে হারলেও এবার সেই আক্ষেপ ঘুচে গেছে তাদের।
দুবাইয়ের স্লো উইকেটে ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বভাবজাত আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন রোহিত। পাওয়ারপলে কাজে লাগিয়ে উইকেটের চারপাশেই খেলেন শট। ফাইনালে ম্যাট হেনরি না থাকায় যেন রোহিত আরও চেপে বসেন কিউই বোলারদের পর। নাথান স্মিথ, কাইল জেমিসনরা পাত্তাই পাননি রোহিতের চওড়া ব্যাটে। এত একপেশে ব্যাটিং করেছেন রোহিত, অপর প্রান্তে শুবমান গিল ছিলেন দর্শক হয়ে। ওপেনিং জুটিতে ওঠে ১০৫ রান, যার অর্ধেকের বেশি এসেছ রোহিতের ব্যাট থেকে। এই জুটিতে রোহিত একাই করেছেন ৬৯, গিলের ব্যাট থেকে আসে ৩১ রান।
সেই জুটি ভাঙে স্যান্টনারের বলে গিলের বিদায়ে। কভারে লাফিয়ে উঠে এক হাতে দারুণ এক ক্যাচ নেন ফিলিপস। গিলের পর সুবিধা করতে পারেননি বিরাট কোহলিও। মাইকেল ব্রেসওয়েলের বলে লাইন মিস করে বোল্ড হন তিনি, রিভিউ নিয়েও রক্ষা হয়নি। এক বলে এক রান করেন ডানহাতি এই ব্যাটার। টানা দুই উইকেট হারানোর চাপে পড়ে উইকেট দিয়ে আসেন রোহিতও। রাচিন রবীন্দ্রর বলে স্টাম্পিং হন তিনি।
সেই ধাক্কাটা ভারত কাটিয়ে ওঠে মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার আর অক্ষর প্যাটেলের ৬১ রানের জুটিতে। এই জুটিতেই ম্যাচটা হেলে পড়ে ভারতের দিকে। যদিও কাইল জেমিসনের হাতে ক্যাচ দিয়ে জীবন পেয়েছেন আইয়ার, তবুও ইনিংস বেশি বড় করতে পারেননি তিনি। ৬২ বলে ৪৮ রান করেন তিনি। অক্ষর আউট হয়েছেন ২৯ রানে ব্রেসওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে। শেষের গল্পটা লিখেছেন লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়া। একদিকে রাহুলের ঠান্ডা মাথার ব্যাটিং, অন্যদিকে হার্দিক পান্ডিয়ার ভরসা জোগানো ব্যাট। পান্ডিয়া আউট হলেও ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন রাহুল। দুটি করে উইকেট নেন ব্রেসওয়েল ও স্যান্টনার।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর ব্যাটে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। চারটি চার ও এক ছক্কায় ২৯ বলে ৩৭ রান করেন তিনি। মিডল অর্ডারে ড্যারিল মিচেলের ধীরগতির ফিফটিতে রান উঠলেও ডট বলের চাপে পড়ে যায় কিউইরা। শেষদিকে গেল ফিলিপসের ৩৪ ও ব্রেসওয়েলের ৫৩ রানের ইনিংসে আড়াইশ পেরোয় নিউজিল্যান্ড। দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বিরাট কোহলি ভারত ক্রিকেট দল রোহিত শর্মা