আবার জাতীয় দলে ফিরছেন ফাহামিদুল
২৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৭
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে প্রথমবার ডাক পান ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। সৌদি আরবে অনুষ্ঠিত সেই ক্যাম্পে অনুশীলন করলেও শেষ পর্যন্ত মূল দল জায়গা হয়নি তার। তাকে বাদ দেয়াতে ফুঁসে ওঠে দেশের ফুটবল সমর্থকেরা। এমনকি করেছেন বিক্ষোভ মিছিলও।
তবে সিঙ্গাপুরের বিপক্ষে আগামী ১০ জুন ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের আগে আবার জাতীয় দলে ডাক পাচ্ছেন ফাহামিদুল। প্রস্তুতি ক্যাম্পে রাখা হবে তাকে। ফাহামিদুলের সাথে কানাডা প্রবাসী সামিত সোমকেও খেলানোর চেষ্টা করছে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য ৩১ মে দল ঘোষণা করবেন কোচ কাবরেরা।
প্রস্তুতি ক্যাম্পে ফাহামিদুলকে রাখার জন্য কোচ কাবরেরাকে নির্দেশনাও দিয়েছে বাফুফে, গতকাল সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘ফাহামিদুলকে নিয়ে আলোচনা হয়েছে, আমরা বলেছি তাকে অন্তর্ভুক্ত করতে। কোচ যদি মনে করে কোনও খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেখানে ফেডারেশনের কোনও হস্তক্ষেপ থাকবে না। আমরা কোচকে প্রাধান্য দিচ্ছি। ফাহমিদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে। কোচকে বলেছি তার সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা কোনও কিছু চাপিয়ে দেইনি। ৩১ মে জানা যাবে কোন কোন খেলোয়াড়কে ডাকা হবে।’
অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের আগে একটি প্রস্ততি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। আগামী ৫ জুন ম্যাচটি আয়োজনের পরিকল্পনা বাফুফের। সেই ম্যাচেও ফাহামিদুলকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে।
এর আগে সৌদি আরবের ক্যাম্পে ফাহামিদুলকে এক সপ্তাহ রাখার পরেও মূল দলে না রাখা নিয়ে কাবরেরা বলেন, ‘ফাহামিদুল মেধাবী খেলোয়াড়, তবে তার আরো কিছু সময় প্রয়োজন। সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’
সারাবাংলা/জেটি