ঢাকা: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী ঢাকার একিউআই স্কোর ছিল ২৪২—যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ২৫৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
শীর্ষ পাঁচ দূষিত শহরের মধ্যে রয়েছে
লাহোর, পাকিস্তান — ২৫৪
দিল্লি, ভারত — ২৪৯
ঢাকা, বাংলাদেশ — ২৪২
কলকাতা, ভারত — ২০৭
হ্যানয়, ভিয়েতনাম — ২০০
বায়ুদূষণের এই মাত্রা বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছেন এমন মানুষের জন্য বিপজ্জনক বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—
০–৫০: ভালো
৫১–১০০: সহনীয়
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০০-এর বেশি: বিপর্যস্ত বা জরুরি পরিস্থিতি
এমন পরিস্থিতিতে চিকিৎসকরা প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, মাস্ক ব্যবহার, পর্যাপ্ত পানি পান এবং ঘরের জানালা-দরজা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।
বায়ুদূষণ নিয়ে বিশেষজ্ঞদের মতে, শীতের শুরুতে বাতাসের আর্দ্রতা কমে গিয়ে দূষণের মাত্রা বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয় যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানার নির্গমন ও নির্মাণ স্থলের ধুলাবালি।