যৌথ প্রযোজনার নামে ‘যৌথ প্রতারণা’ বন্ধ করেছি: খোকন
৯ জানুয়ারি ২০১৯ ১৫:৪৬
।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
যৌথ প্রযোজনার নামে ‘যৌথ প্রতারণা’ বন্ধ করা, ডিজিটাল পদ্ধতিতে সিনেমা নির্মাণ কর্মশালা, উৎসব-পার্বনে আমদানি করা ছবি দেখানো বন্ধ করার মতো ঘটনাকে চলচ্চিত্র পরিচালক সমিতির সাম্প্রতিক সময়ের বড় সফলতা বলে মনে করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সামনে রেখে সারাবাংলা ডট নেটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যৌথ প্রযোজনার সিনেমায় কিছুটা সমস্যা ছিল। সেই জটিলতা দূর করে যেন ঠিক নিয়মে সমতার ভিত্তিতে যৌথ প্রযোজনার সিনেমা হয় সে ব্যবস্থা করেছি আমরা। নতুন নীতিমালা হয়েছে। এটা আমাদের আন্দোলনের ফসল।’
আগামি ২৫ জানুয়ারি হতে যাচ্ছে এই নির্বাচন। যাতে বর্তমান মহাসচিব একই পদে টানা দ্বিতীয় দফার জন্য লড়ছেন। গত ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে যায়।
আরও পড়ুন : ৭২ দেশ, ২১৮ চলচ্চিত্র, মঞ্চ প্রস্তুত
নির্বাচন ছাড়াও নানা বিষয় উঠে আসে আলোচনায়। তাতে বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংসের পেছনে কারা দায়ী সে নিয়ে সুস্পষ্ট কথা বলেন পরিচালক সমিতির এই শীর্ষ নেতা। অঙ্গুলি নির্দেশ করেন বিদায়ী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজের দিকে।
গত মেয়াদে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে জয়ী হয় গুলজার-খোকন পরিষদ। অপর পরিচালক মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে আবারও জুটি বেঁধেছেন বদিউল আলম খোকন।
এই প্যানেলের সফলতা সম্পর্কে জানতে চাইলে খোকন বলেন, ‘দুই বছরে মেয়াদে আমরা বেশ কিছু কাজ করেছি। তারমধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা পরিচালকদের সম্মাননা জানানো। এছাড়া পরিচালক সমিতির সদস্য হিসেবে মাসিক যে ফি রয়েছে মুক্তিযোদ্ধা পরিচালকদের ক্ষেত্রে তা মওকুফ করা হয়েছে। যতদিন তারা সদস্য থাকবেন ততদিন তারা এই সুবিধা পাবেন। এর বাইরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র “ওরা এগারো জন” সহ অন্যান্য কালজয়ী মুক্তিযুদ্ধভিত্তিক ছবির সঙ্গে সংশ্লিষ্টদের সম্মাননা জানিয়েছে পরিচালক সমিতি। সমিতির সংস্কার কাজও করা হয়েছে।’
চলচ্চিত্রের উন্নয়নে কোনো ভূমিকা পালন করেছেন কিনা? এমন প্রশ্নে খোকনের জবাব ছিল- ‘এখন ডিজিটাল পদ্ধতিতে সিনেমা বানানো হচ্ছে। সেজন্য পরিচালক সমিতি ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাতে প্রযুক্তি, পরিচালনা সম্পর্কে ধারণা দেয়া হয়েছে।’
বিভিন্ন উৎসবে যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি দেখানো বন্ধ করাটাকেও বড় সফলতা মনে করছেন খোকন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি সরকারিভাবে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এতে সরাসরি হস্তক্ষেপ করে যৌথ প্রতারণার চলচ্চিত্র নির্মাণকারী দুই দেশের প্রযোজকদের পক্ষ নেন। যার কারণে আমরা বাধ্য হয়ে আইনের আশ্রয় নেই।’
সাবেক তথ্যমন্ত্রীর কাছে চলচ্চিত্রের উন্নয়নে কোনরকম সাহায্য পাননি বলেন জানান তিনি। খোকন তার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া এসব অনিয়ম করতো। ইনু সাহেব সবসময় তাদের পক্ষ হয়ে কথা বলতেন। এভাবে একটা ক্ল্যাশ রেখে গেছেন তিনি। যা এখনও বিদ্যমান।’
আরও পড়ুন : হয়েছে আংটি বদল, এপ্রিলে বিয়ে
নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দায়িত্ব পাওয়ার পর পুরো বিষয়টি তাকে অবগত করা হয়েছে বলে জানান খোকন। তিনি বলেন, ‘আমরা নতুন তথ্যমন্ত্রীর কাছে সুন্দরভাবে সব তুলে ধরেছি। তাকে বোঝাতে চেয়েছি, আমরা কোন পক্ষ নিতে চাই না। এটা সরকারি প্রতিষ্ঠান। সবাই সুন্দরভাবে কাজ করতে চাই।’
বাংলা চলচ্চিত্রের আজকের দৈন্যদশার জন্য খোকন সরাসরি জাজ মাল্টিমিডিয়া ও তার কর্ণধার আবদুল আজিজকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘জাজ বাংলাদেশের ছবিকে ধ্বংস করে দিয়েছে। তারা একটা ছবি থেকে প্রথম সপ্তাহের জন্য রেন্টাল নেয় দশ হাজার টাকা। তারপর প্রতি টিকিটে তিন টাকা করে নেয়। এছাড়া যদি কোনো পরিচালক বা প্রযোজকের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার মালিকের মনোমালিন্য থাকে তাহলে জাজ তার ছবি চালায় না। কিংবা ওই ছবির মুক্তির দিন অন্য কোন ছবি মুক্তি দিয়ে ছবিটাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করে। এসবের প্রেক্ষিতে এফডিসির তত্বাবধায়নে সিনেমা হলগুলোতে মেশিন বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ এফডিসি নিরপেক্ষ প্রতিষ্ঠান। তাই এফডিসি সব পক্ষের স্বার্থ রক্ষা করে কাজ করবে। এরইমধ্যে সরকার ৪৫টি মেশিন দিয়েছে। আর ৫৫টি মেশিন একটি প্রাইভেট কোম্পানির মাধ্যমে বসানো হবে। নির্বাচনের পর যে কমিটি আসবে তাদের মাধ্যমে এই মেশিনগুলো বসবে।’
গুলজার-খোকন প্যানেল যদি পরবর্তী মেয়াদে নির্বাচিত হতে না পারে তাহলে যারা নতুন দায়িত্বে আসবেন তাদের এ বিষয়ে সাহায্য করবেন বলেও আশ্বাস দেন বদিউল আলম খোকন।
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন :
বার্লিনালে ডাক পেলেন দেশের দুই চলচ্চিত্র কর্মী
দুই প্যানেলে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন
বলিউডে ক্যান্সারের নতুন থাবা, এবার রাকেশ রোশন
ফেব্রুয়ারিতেও হচ্ছে না উচ্চাঙ্গসংগীত উৎসব
সাত বছর পর উপস্থাপনায় নাসির উদ্দিন ইউসুফ
জাজ মাল্টিমিডিয়া ডঃ হাছান মাহমুদ বদিউল আলম খোকন হাসানুল হক ইনু