।। এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউডের অন্যতম ব্যবসা সফল ছবি ‘মুন্না ভাই এমবিবিএস’। রাজ কুমার হিরানি পরিচালিত ছবিটি তুমুল ব্যবসা করার পর নির্মিত হয় ছবিটির দ্বিতীয় কিস্তি ‘লাগে রাহো মুন্না ভাই’। এটিও বক্স অফিসে সাড়া ফেলে। ছবি দুটি নির্মিত হয় যথাক্রমে ২০০৩ ও ২০০৬ সালে। এতে নামভূমিকায় অভিনয় করেন সঞ্জয় দত্ত।
আরও পড়ুন : ভারতে নাট্যোৎসব শুরু ‘খনা’র মঞ্চায়নে
শোনা যাচ্ছিল এই ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজি নির্মিত হবে। তবে মাঝে ১২ বছর কেটে যাওয়ার পরেও তৃতীয় কিস্তি নিয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি। তবে ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা আরশাদ ওয়ারসি সম্প্রতি ছবিটির তৃতীয় কিস্তির ভবিষ্যত নিয়ে কথা বলেছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, চিত্রনাট্য অনেকটা তৈরি হয়েছে। আমি রাজুর (রাজকুমার হিরানি) কাছ থেকে জেনেছি, চলতি বছর সিনেমাটির শুটিং শুরু হবে কিংবা মাঝামাঝি বা শেষের দিকেও হতে পারে। চিত্রনাট্য নিয়ে এখনো কাজ চলছে। এখন পর্যন্ত নিশ্চিত নতুন কিস্তিতে সাঞ্জু (সঞ্জয় দত্ত) ও আমি অভিনয় করছি।’
আরশাদ ওয়ারসি মুন্নাভাই ফ্র্যাঞ্চাইজিতে গুরুত্বপূর্ণ সর্কিট চরিত্রে অভিনয় করেছিলেন।
সারাবাংলা/আরএসও/পিএম