Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ হয়ে বাসায় ফিরছেন রাকেশ রোশান


৯ জানুয়ারি ২০১৯ ১৭:৫৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০১৯ ১৮:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে হৃত্বিক জানিয়েছিলেন বাবা রাকেশ রোশানের ক্যান্সার ধরা পড়ার কথা। তবে তার শরীরের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে আছে বলেও জানিয়েছিলেন তিনি।

তারপর থেকে রাকেশ রোশানের অসংখ্য সহকর্মী, ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা তার জন্য প্রার্থণা শুরু করেন। যেন তাদর প্রিয় চলচ্চিত্র নির্মাতা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তা হয়ত তাদের সে প্রার্থণার কথা শুনেছেন। আগের থেকে এখন অনেকটা সুস্থ রাকেশ রোশান। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।


আরও পড়ুন :  গলির ছেলে ধরা দিলো ট্রেলারে…


বুধবার (৯ জানুয়ারি) রাকেশ রোশান জানান, ‌‌‌আমি এখন বেশ ভালো আছি। সার্জারি শেষ। সৃষ্টিকর্তা মহান। শুক্রবার অথবা শনিবার বাসায় ফিরব।’

বিজ্ঞাপন

রাকেশ রোশান ফিরে আসবেন এটা বোঝাই যাচ্ছিল। কারণ প্রচণ্ড আত্মবিশ্বাসী মানুষ কখনও জীবন যুদ্ধে হারে না। রাকেশ নিজেই এ প্রসঙ্গে এর আগে বলেছিলেন, ‘আমি সবসময়ের জন্য একজন লড়াকু যোদ্ধা। আমি আমার কাজে বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি ঈশ্বর আমার ও আমার পরিবারের ওপর সুনজর রাখবেন।’

রাকেশ রোশান ‘স্ক্যামাস সেল কার্সিনোমা’ নামের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   এ বছরই ফ্লোরে গড়াবে ‘মুন্নাভাই থ্রি’

.   ভারতে নাট্যোৎসব শুরু ‘খনা’র মঞ্চায়নে

.   যৌথ প্রযোজনার নামে ‘যৌথ প্রতারণা’ বন্ধ করেছি: খোকন

.   ৭২ দেশ, ২১৮ চলচ্চিত্র, মঞ্চ প্রস্তুত

.   হয়েছে আংটি বদল, এপ্রিলে বিয়ে

.   বার্লিনালে ডাক পেলেন দেশের দুই চলচ্চিত্র কর্মী

.   দুই প্যানেলে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

.   বলিউডে ক্যান্সারের নতুন থাবা, এবার রাকেশ রোশন


ক্যান্সার রাকেশ রোশান স্ক্যামাস সেল কার্সিনোমা