সংস্কৃতি অঙ্গনের ছয় গুণী পাচ্ছেন একুশে পদক
৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
একুশ গুণীকে দেওয়া হয়েছে ‘একুশে পদক ২০১৯’। যাদের মধ্যে ছয়জন সংগীত আর অভিনয়ের সঙ্গে যুক্ত। শুধু যুক্ত বললে খুবই কম বলা হয়। দেশের সংগীত ও অভিনয়ের যে ইতিহাস, সেখানে উজ্জ্বল হরফে লেখা থাকবে তাদের নাম।
ছয় জনের মধ্যে পাঁচজন হলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, কন্ঠশিল্পী সুবীর নন্দী, মঞ্চব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী, লাকি ইনাম ও নজরুলসঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল।
আরেকজনের নাম আলাদা করেই উল্লেখ করা প্রয়োজন। তিনি আজম খান। তিনি মূলত স্রষ্টা। এদেশে নতুন ধরনের সুর ও নতুন ঢংয়ের গান প্রতিষ্ঠা করেছেন তিনি ও তার ব্যান্ড। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যেমন দেশ স্বাধীন করেছিলেন, তেমনি ভক্তদের হৃদয় জয় করেছেন তার গান ও সুরের মাধ্যমে।
আরও পড়ুন : ‘দ্য লেগো মুভি’র সিক্যুয়াল আসছে ঢাকায়
আজম খানের জন্ম ১৯৫০ সালে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তার বয়স ২১। টগবগে এই তরুণ স্বাধীন বাংলাদেশের প্রথম কনসার্টের গায়ক। যার সাহসেই দেশে পরবর্তী সময়ে শেকড় ছড়িয়েছে ব্যান্ড সংগীত। এই কিংবদন্তি শিল্পী পেয়েছেন মরণোত্তর একুশে পদক।
বাকি পাঁচ জনের সবাই নিজ নিজ ক্ষেত্রে কাজ করছেন চল্লিশ বছরেরও বেশি সময় ধরে। সুবর্ণা মুস্তাফা মাত্র দশ বছর বয়সেই অভিনয় শুরু করেন। ১৯৮০ সালে সিনেমায় তার প্রথম অভিনয়। ছবির নাম ছিল ‘ঘুড্ডি’।
নাট্যকার, অভিনেতা, নির্দেশক, সংগঠক লিয়াকত আলী লাকী। নাট্যাঙ্গনে তার পদচারনা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে। চতুর্থ শ্রেণী থেকেই নাটকে আগ্রহ তৈরি হয় তার। বয়স যত বেড়েছে, সেই আন্তরিকতা ও নাটকের সঙ্গে সখ্যতা ততই গাঢ় হয়েছে।
যাদের কণ্ঠ দেশীয় সঙ্গীতে ভিন্নমাত্রা যোগ করেছে তাদের মধ্যে সুবীর নন্দী অন্যতম। আধুনিক গান থেকে সিনেমার গান- সমানে কণ্ঠ দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন এই শিল্পী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বন্ধু তোর বারাত নিয়া আমি যাবো’, ‘বন্ধু হোতে চেয়ে তোমার’, ‘তুমিই এমনি জাল’, ‘পাখিরে তুই’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, এক যে ছিল সোনার কন্যা’।
মঞ্চের জন্য নিবেদিতপ্রাণ বলতে যা বোঝায় অভিনেত্রী লাকি ইনাম তাই। দীর্ঘ সময় ধরে মঞ্চে কাজ করছেন এই সুঅভিনেত্রী। পাশাপাশি টেলিভিশন নাটকেও তার ছিল সদর্প পদচারনা। এখন টেলিভিশন নাটক তেমন একটা না করলেও মঞ্চকে আগলে রেখেছেন পরম মমতায়।
চার দশকেরও বেশি সময় ধরে নজরুল সঙ্গীতের চর্চা করে যাচ্ছেন খায়রুল আনাম শাকিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এই শিক্ষক কাজ করেছেন দেশের খ্যাতনামা সংগঠন ছায়ানটের সাধারণ সম্পাদক হিসেবে।
দেশের সংস্কৃতি অঙ্গনে অবদান রেখে চলা গুণী এই শিল্পীদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
. আবার মঞ্চনাটকে সুহানা খান
. আনুষ্ঠানিক উপস্থাপক ছাড়াই এবারের অস্কার
. অভিযোগ ভিত্তিহীন, পারলে প্রমাণ দিক : পপি
. পারিবারিক সালমান!
. বিয়ে করছেন জেনিফার লরেন্স
. পর্দা থেকে পলিটিক্সে…
. শাহরুখ বললেন, অক্ষয়ের সঙ্গে অভিনয় অসম্ভব