আনিসুল হকের ‘গুড্ডুবুড়া’ এবার টিভি পর্দায়
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক ছোটদের জন্যও লেখেন নিয়মিত। প্রতি বইমেলাতেই তিনি ছোটদের জন্য লেখেন মজার মজার সব বই। সেসব বইয়ে থাকে মজার মজার সব গল্প আর চরিত্র। ছোটদের জন্য লেখা আনিসুল হকের সেরকম একটি মজার চরিত্র ‘গুড্ডুবুড়া’। প্রতি মেলাতেই গুড্ডুবড়া নানান মজার কাণ্ড নিয়ে হাজির হয় পাঠকদের সামনে। কখনো কিডন্যাপারের হাত থেকে বুদ্ধির জোরে মুক্তি পায় সে। কখনোবা কক্সবাজারে গিয়ে করে অদ্ভুত সব কাণ্ড।
আরও পড়ুন : কথা রাখলেন না সালমান
এতদিন গুড্ডুবুড়া বইয়ের পাতাতেই ছিল। এবার গুড্ডবুড়া আসছে টেলিভিশন পর্দায়। হ্যাঁ, ছোটদের প্রিয় এই চরিত্র নাটক হয়ে আসছে টেলিভিশন পর্দায়। নাটকের নাম ‘গুড্ডুবুড়া’। ২৬ পর্বের এই ধারাবাহিকটি নির্মাণ করেছেন তোফায়েল সরকার। আর নাটকটি প্রচারিত হবে ছোটদের টেলিভিশন দূরন্ত টিভিতে।
‘গুড্ডবুড়া’ নাটকে গুড্ডুবুড়া চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাওসার বিন মামুন। আর গুড্ডবুড়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রওনক হাসান। মায়ের চরিত্রে অভিনয় করেছেন ফারাহানা মিলি। নাটকে গুড্ডুবুড়ার বোনও আছে। আর বোনের চরিত্রে অভিনয় করেছেন রুপন্তি।
দূরন্ত টিভি সূত্রে জানা গেছে ‘গুড্ডবুড়া’ নাটকটি আসছে এপ্রিল থেকে প্রচার শুরু হবে।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. পর্দার বাইরে নায়িকার প্রেমের গল্প
. নতুন নায়ককে অমিতাভ বচ্চনের আশীর্বাদ
. ‘শ্রী’হীন বলিউডের এক বছর!