Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই নবাগতকে নিয়ে মানিকের নতুন ছবি


১৩ জুলাই ২০১৯ ১৮:২৯

নতুন ছবি নির্মাণে হাত দিলেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। ছবির নাম ‘স্বপ্নে দেখা রাজকন্য’। শুক্রবার (১২ জুলাই) উত্তরায় এক অনাড়ম্বর মহরতের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয়।

ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন এ. কে. আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। এটি দুজনেরই প্রথম সিনেমা। সেকারণে ছবি নিয়ে তাদের উচ্ছ্বাসটা বেশি।

প্রথম ছবিতে অভিনয় প্রসঙ্গে এ. কে. আজাদ বলেন, এটি আমার প্রথম সিনেমা। অন্যরকম অনুভূতি হচ্ছে। এর আগেও ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। কিন্তু সিনেমার ক্যামেরার সামনে এবারই প্রথম। সিনেমার ক্ষেত্রে সবকিছুই ডিফরেন্ট পাচ্ছি। ইউনিটটাও অনেক বড়। প্রি–প্রোডাকশনের কাজও অনেক ভালো হয়েছে। আর মৌলিক গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। আশা করছি ভালো কিছুই হবে।


আরও পড়ুন :  নগরীতে বর্ষা উৎসব


ওদিকে নিশাত নাওয়ার সালওয়া বলেন, প্রথম ছবি, প্রথম অনুভূতি সত্যিই অন্যরকম। গতকাল প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। শুরুতে একটু নার্ভাস ছিলাম। কিন্তু গুণী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের পরামর্শ পাওয়ার পর সেই ভয়টা আর নেই।

ছবির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা। যৌথভাবে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন সুদীপ্ত সাইদ খান ও মোস্তাফিজুর রহমান মানিক। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। ছবির সংগীতায়োজন করবেন প্রমিত রাফাত।

ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, গতকাল (১২ জুলাই) থেকে শুটিং শুরু করেছি। সালওয়া আজাদ-দুজনই নতুন, তবে তারা সম্ভাবনাময়। সঠিক গাইডলাইন দিতে পারলে ভালো কিছু করতে পারবেন।

মানিক আরও বলেন, ২৫ তারিখ থেকে নড়াইলে টানা দুই সপ্তাহ কাজ চলবে। ছবিতে মোট ৫টি গান থাকছে ইতিমধ্যেই ছবির একটি গান রেকর্ড সম্পন্ন হয়েছে এতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী মৌসুমী মিথিলা ও ইমরান। ছবিটির বেশির ভাগ দৃশ্যধারনের কাজ হবে সিলেট ও নড়াইলে। ঈদের পর সিলেটে দুটি গান শুটিংয়ের মাধ্যমে ছবিটির কাজ শেষ করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ. কে. আজাদ হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন। আর নিশাত নাওয়ার সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম রানারআপ।

এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করবেন আলিরাজ, মারুফ আকিব, রেবেকা, মৌসুমী মিথিলা, চিকন আলিসহ আরও অনেকে।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   ‘বিদায় চট্টগ্রামের শ্রীকান্ত’

.   গণিতবিদ হিসেবে সফল হৃত্বিক

.   দিলদারের জায়গা আজও খালি

.   এবার খুলনায়

.   সোনক্ষীর বাড়িতে পুলিশ!

.   মাকে হারালেন অভিনেতা জিতু আহসান

.   সিতারা ভাগ্যাহত এক নারীর গল্প: রাইমা সেন

.   বাবার ছবিতে আলিয়ার গান

.   কঠিন বাস্তবতা ও জীবনবোধের সিনেমা ‘আদম’


এ. কে. আজাদ নিশাত নাওয়ার সালওয়া মোস্তাফিজুর রহমান মানিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর