আমি কোনো জাতীয় পুরস্কার পাইনি: রফিকুল আলম
৯ ডিসেম্বর ২০২১ ২১:২৬
রফিকুল আলম- সত্তরের দশক থেকে এই শিল্পী সমৃদ্ধ করে চলেছেন বাংলা গানের জগতকে। সংগীতে যাদের একনিষ্ঠতার ছাপ পাওয়া যায়, তাদের মধ্যে রফিকুল আলম অন্যতম।
বেড়ে ওঠা রাজশাহীতে। ১৯৬৭ সালে রাজশাহী বেতার কেন্দ্রে প্রথম গান করেন তিনি। পরবর্তীতে গানকে জীবনের অন্যতম সঙ্গী করে চলে আসেন রাজধানী ঢাকায়। আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের জন্যেও করেছেন প্লেব্যাক।
রফিকুল আলম কলেজে পড়াকালীন সময়েই একজন শব্দসৈনিক হিসেবে যুক্ত হয়ে পড়েন ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে। মুক্তিসেনারা যেমন অস্ত্র দিয়ে দুর্নিবার গতিতে পাক সেনাদের পরাভূত করেন, ঠিক তেমনি রফিকুল আলম যুদ্ধ করেছেন কণ্ঠ দিয়ে। কণ্ঠকে হাতিয়ার বানিয়ে সেদিন মুক্তিকামী মানুষদের উজ্জীবিত করেছিলেন গানে গানে।
সারাবাংলার আজকের কথোপকথনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠযোদ্ধা জানালেন যুদ্ধদিনের তার নানা স্মৃতিকথা…
https://youtu.be/OJxu2tzNpr4
আরও দেখুন-
- এখনো ‘আন্দুভাই’ ডাক শুনি…
- দোয়েলের ‘চন্দ্রাবতী’ হয়ে ওঠা…
- আমরাই শ্রোতাদের কান তৈরি করি: সিঁথি
- একজন নীল হুরেজাহানের উত্থানের গল্প…
- সাধারণ শ্রোতারাই আমার আপনজন: সন্দীপন
- নারী মানেই ত্যাগ, এটাই সত্য: ফারজানা চুমকি
- একজন উর্মি নুসরাত ও তার এগিয়ে যাওয়ার গল্প
- মন সায় না দিলে সে কাজ একদমই করি না: ছন্দা
- শফি মন্ডল: আদ্যোপান্ত এক বাউলের পথচলার গল্প…
- দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…
- স্বপ্নীল সজীব: সুমধুর কণ্ঠ আর গায়কির তরুণ এক শিল্পী…
- দেশের ১ম আন্তর্জাতিক নারী ধারাভাষ্যকারের এগিয়ে যাওয়ার গল্প
সারাবাংলা/এএসজি
কণ্ঠযোদ্ধা কথোপকথন কথোপকথনে ৭১'র দিনগুলি রফিকুল আলম রাজশাহী বেতার কেন্দ্র শব্দসৈনিক সারাবাংলা কথোপকথন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বাধীনতা যুদ্ধ