বিজ্ঞাপন

একজন উর্মি নুসরাত ও তার এগিয়ে যাওয়ার গল্প…

September 23, 2021 | 9:33 pm

আশীষ সেনগুপ্ত

উর্মি নুসরাত- একাধারে নৃত্যশিল্পী, শিক্ষিকা ও উপস্থাপিকা।

বিজ্ঞাপন

জন্ম, বেড়ে ওঠা, শিক্ষাজীবন- সবই বাংলাদেশে। তবে বর্তমানে নিবাস সুদূর কানাডা। সেখানেই প্রতিষ্ঠা করেছেন তার প্রিয় নাচের স্কুল ‘উর্মি স্কুল অফ ডান্স’। সেখানে এ প্রজন্মের শিশুদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন বাঙালি সংস্কৃতির।

অন্টারিও, কানাডা স্কুল বোর্ডের কিন্ডারগার্টেনে Early Childhood Educator হিসেবেও কাজ করছেন উর্মি। এই ভূমিকায় স্কুলের কারিকুলামে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

শুধু নাচ নয়, আমেরিকার বাঙালি কমিউনিটির প্রিয় টেলিভিশন Channel 52-এর উপস্থাপিকা এবং অনুষ্ঠান নির্মাতা হিসেবেও উর্মির জনপ্রিয়তার কমতি নেই।

বিজ্ঞাপন

বাঙালি সংস্কৃতি ধারণ করা উর্মি নুসরাতের শিক্ষাজীবন আক্ষরিক অর্থেই সোনায় মোড়ানো। ১১ বার পেয়েছেন স্বর্ণপদক। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম হয়ে লাভ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু ব্লেজার।

প্রবাসে থেকেও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে কাজ করে যাচ্ছেন সমানতালে। তারই স্বীকৃতি হিসেবে মনোনীত হয়েছেন USA event entertainment-এর International Women’s Day Award-এর জন্য।

আজ সারাবাংলা কথোপকথনে থাকছে উর্মি নুসরাতের এগিয়ে যাওয়ার গল্প…

বিজ্ঞাপন

 


আরও দেখুন:

আমরাই শ্রোতাদের কান তৈরি করি: সিঁথি

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন