বিজ্ঞাপন

আমরাই শ্রোতাদের কান তৈরি করি: সিঁথি

September 16, 2021 | 8:28 pm

আশীষ সেনগুপ্ত

‘আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি’— ২০১৭ সালের শেষ দিকে এই গানটি সাড়া ফেলে দিয়েছিল দেশের সংগীতাঙ্গনে। হৃদয়ছোঁয়া সুরারোপের পাশাপাশি এই গানের অনবদ্য গায়কির সুবাদেই শ্রোতাদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন সুকণ্ঠী সিঁথি সাহা।

বিজ্ঞাপন

এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। প্রথম অ্যালবামেই ‘সেরা নবাগত শিল্পী’ হিসেবে জিতে নেন ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। এরপরে অ্যালবাম করেছেন আরও কয়েকটি। নাটক, সিনেমায় করেছেন প্লেব্যাক।

গানের জগতে সিঁথির এমন সাফল্য অবশ্য একদিনে আসেনি। ছোটবেলায় গান গেয়ে চার বার জাতীয় পুরস্কারও পেয়েছেন। রবীন্দ্রসংগীত দিয়ে শুরু করে তালিম নিয়েছেন শাস্ত্রীয় সংগীতেও। শিখেছেন লোকগীতি, আধুনিক গান।

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সিঁথি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন— গানই হবে তার জগত। সিঁথির সে স্বপ্ন আজ পুরোপুরি অধরা নয়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ‘সিঁথির সিঁথি হয়ে ওঠা’র গল্প আজকের কথোপকথনে…

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন