বিজ্ঞাপন

শফি মন্ডল: আদ্যোপান্ত এক বাউলের পথচলার গল্প…

October 14, 2021 | 9:50 pm

আশীষ সেনগুপ্ত

মাটির সঙ্গে মানুষ, স্রষ্টার সঙ্গে সৃষ্টি, পার্থিব জীবনের সঙ্গে ভাবের জগৎ— সবকিছুর যেন এক অনন্য সম্মিলন বাউল গান। লালন সাঁই, হাছন রাজা থেকে শুরু করে বিজয় সরকার কিংবা শাহ আব্দুল করিম— সবার অবদানে বাংলা গানের এই ধারাটি অনন্য হয়ে উঠেছে। প্রয়াত এসব কিংবদন্তীর তৈরি করে যাওয়া সেই ধারা যারা এখনো মনে ও মননে ধারণ করে যাচ্ছেন, তাদেরই একজন শফি মন্ডল। বাউল গানের সূত্রেই দেশ-বিদেশজুড়ে তার খ্যাতি-সম্মান, পেয়েছেন পুরস্কার।

বিজ্ঞাপন

বাউলিয়ানার এই পথে শফি মন্ডলের আগমন কিছুটা অপ্রত্যাশিত। পরিবারে কেউই ছিলেন না গানের অনুসারী। তারপরও প্রাণের টানে যখন এলেন গানের জগতে, সেখানেও শুরুটা শাস্ত্রীয় সংগীতে। গুরুর পরামর্শে একসময় বেছে নেন সুফি গানের পথ। অনুসারী হলেন লালন সাঁইয়ের, সুফি থেকে হলেন বাউল।

সেই শফি মন্ডলের সত্তায় আজ শুধুই লালন। বহুদিন ধরে আশ্রমে আশ্রমে খুঁজে ফিরছেন বাউলের আত্মাকে। তৈরি হয়েছে নিজস্ব ঘরানা। সবার মাঝে বিলিয়ে যাচ্ছেন নিজস্ব ঢং। লালনের তত্ত্ববাণী প্রচার ও প্রসারের লক্ষ্যে নিবেদিতপ্রাণ এই বাউলের পথচলার গল্প আজকের কথোপকথনে…

বিজ্ঞাপন

আরও দেখুন:
দেশের ১ম আন্তর্জাতিক নারী ধারাভাষ্যকারের এগিয়ে যাওয়ার গল্প…
মন সায় না দিলে সে কাজ একদমই করি না: ছন্দা
একজন উর্মি নুসরাত ও তার এগিয়ে যাওয়ার গল্প…
আমরাই শ্রোতাদের কান তৈরি করি: সিঁথি

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন