Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েব ফিল্মে জুটি দীঘি-বাসার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ এপ্রিল ২০২৩ ১৫:১১

সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। নব্বই দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার নাইনটিজ’। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দীঘি ও খাইরুল বাসার। প্রযোজক সৈয়দ আশিক রহমানের গল্প ভাবনা এবং মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ।

সিনেমার গল্প নিয়ে খাইরুল বাসার বলেন, ‘নব্বই দশকে ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। তবে এখনই সব প্রকাশ করছি না আমরা। চিত্রনাট্যটি পড়ার পর সেই সময়কার পত্রিকা ঘেঁটে দেখলাম, বিষয়টি তখন সারা দেশকে নাড়া দিয়েছিল। আমাদের চিত্রনাট্যটিও দারুণ হয়েছে। ঠিকমতো করতে পারলে এটিও আলোচিত হবে।’

বিজ্ঞাপন

একসঙ্গে কাজ না করলেও দীঘির কাজ দেখেছেন খাইরুল বাসার। তাই তো সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়ে তার মূল্যায়ন, ‘আগে একসঙ্গে কাজের সুযোগ না হলেও চরকিতে দীঘির ‘শেষ চিঠি’ দেখেছি। বেশ ভালো কাজ করেন। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, চরিত্রটিতে দীঘিকে মানাবে।’

অন্য দিকে চিত্রনায়িকা দীঘি বলেন, ‘খাইরুল বাসার ভালো কাজ করেন। আগে পরিচয় ছিল কিন্তু তার সঙ্গে কাজ করা হয়নি। এবার হচ্ছে। ভালো একজন অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে পড়ব কি না, ভেবে কিছুটা ভয়ও পাচ্ছি। তবে প্রত্যাশা থাকবে কাজের সময় তিনি আমাকে সহযোগিতা করবেন।’

ওয়েব ফ্লিমটির নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের শুটিং হবে। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।’

ঈদুল ফিতরে আরটিভি প্লাস নামের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে ‘মার্ডার ৯০’। এতে দীঘি, বাসার ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

খায়রুল বাসার দীঘি মার্ডার নাইনটিজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর