Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশ ও পারশা’র ‘প্রথম প্রেমের গান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৮

ভ্যালেন্টাইনে ‘প্রথম প্রেমের গান’ শিরোনামে মৌলিক গান নিয়ে আসছেন পলাশ শাকিল। গানটির কথা ও সুর তার নিজের। ডুয়েট এই গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ শাকিল ও পারশা মাহজাবীন পূর্ণী। গানটির সঙ্গীত আয়োজন করেছেন শরীফুল ইসলাম সুমন। রেকর্ডিং সম্পন্ন হয় তার সাউন্ড হ্যাকার স্টুডিওতে।

পলাশ শাকিল বুয়েটের আর্কিটেকচার গ্রাজুয়েট। পড়েছেন দেশসেরা মির্জাপুর ক্যাডেট কলেজেও। দেশের উঠতি স্থপতিদের একজন হয়েও গানের প্রতি ডেডিকেশন ও ভালোবাসার কোনো কমতি নেই তার। একই সাথে ক্যারিকেচার আর্টিস্ট হিসেবেও একরকম ভালোই নাম ডাক রয়েছে তার।

বিজ্ঞাপন

এর আগে তার ব্যান্ড সাইকেল এর হাত ধরে আজব রেকর্ডস এর ব্যানারে ‘সেই বেদনা’ ও ‘আজ গান গাও’ শিরোনামে দুটি গান রিলিজ পেয়েছে। এছাড়া এ বছর আরও কিছু মৌলিক গান রিলিজ করার জন্য রেকর্ডিং চলছে।

প্রায় ৩ বছর পর আবার কাজে ফিরছেন কণ্ঠশিল্পী পারশা। বর্তমানে লেখাপড়া করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টে। সামনে আসছে আরো বেশ কিছু কাজ। ইতোমধ্যে জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও মাহতিম সাকিবের সাথে দুটো গানে কন্ঠ দিয়েছেন তিনি।

এবারের ভ্যালেন্টাইনে গানের পাশাপাশি নাটকেও কাজ করেছেন পারশা। এর আগে এয়ারটেল, নেসক্যাফেসহ বিভিন্ন টিভিসি ওভিসিতে অভিনয় করলেও, নাটকে এটা প্রথম কাজ তার। প্রবীর রায় চৌধুরীর ‘লাভ লাইন’ নাটকে জোভানের সাথে দেখা যাবে তাকে। সাথে থাকছে তার কাঁধে বসে গাইতে থাকা সবার প্রিয় ‘লিও দ্যা ডাইনোসর’ পাখিটি।

সারাবাংলা/এজেডএস

পলাশ শাকিল পারশা মাহজাবীন পূর্ণী প্রথম প্রেমের গান

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর