Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় কুয়াশা-মেঘের সকাল, কাঁপছে পঞ্চগড়


৮ জানুয়ারি ২০২০ ১০:১০

এই যে হিমেল শহর, এই শহরে বের হলে কারও মনে হবে যে আর কয়েকমাস পরেই তীব্র গরমে ঝলসে যেতে হবে? কখনো শরীর পোড়ানো রোদ উঠতো, সেটাই এখন আর মনে হয় না। অবশ্য মনে না হলেই কা কী? খুব বেশি হলে মার্চ পর্যন্ত অপেক্ষা, তারপর মনে হবে, এই শহরে বুঝি কখনো শীতই আসেনি।

এটাই বোধহয় ষড়ঋতুর দেশের খেলা। কিংবা আমাদের নিয়ে প্রকৃতির খেলা।

আজ যেমন প্রকৃতির ইচ্ছা হয়েছে যে, মেঘলা দিন আর কুয়াশায় মোড়াবে ঢাকাকে। হয়েছেও তাই, বাইরে ঝুলে আছে ঘন কুয়াশা। রোদ তো নেইই, আছে তীব্র বাতাস। একেবারে শরীর ভেদ করে যেন ভেতরে পৌঁছে যাচ্ছে তার তীব্রতা।

অন্যদিকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝুন এবার সেখানকার অবস্থা। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছেন উত্তরের মানুষ। তবু বেঁচে যেহেতু থাকতেই হবে তাই এতো শীতেও তারা কাজে বেরোচ্ছেন, রোজকার কাজকর্ম করছেন। মুশকিল হয়েছে শিশু আর বৃদ্ধদের নিয়ে। তারা আক্রান্ত হয়ে পড়ছে শীতজনিত রোগে। ফলে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে।

অ্যাকুওয়েদার বলছে, ঢাকায় আজ দুপুরের দিকে রোদ উঠতে পারে। তবে রাতের আকাশ থাকবে মেঘে ঢাকা। আর কাল মানে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বৃষ্টি হবে।

অবশ্য বৃষ্টি যে সপ্তাহ শেষে হবে সেটা তো বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছে। সেইসঙ্গে আরও শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তাই আগামী আরও কিছুদিন শীতের এই তাণ্ডব সহ্য করতে হবে। শীত আর বৃষ্টি থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে নিজে ও পরিবারের মানুষদের সুস্থতার জন্য যা যা করা দরকার সবই করতে হবে।

হিম হিম এই বুধবার, সবার ভালো কাটুক।

বিজ্ঞাপন

কুয়াশা পঞ্চগড় শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর